বাংলা নিউজ > টুকিটাকি > Vishwakarma Puja 2023: সুখ দুঃখ পেরিয়ে কর্মে থাক মন! বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে

Vishwakarma Puja 2023: সুখ দুঃখ পেরিয়ে কর্মে থাক মন! বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে

বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানান প্রিয়জনকে (Pitamber Newar )

Vishwakarma Puja 2023 wishes: সুখ দুঃখ জীবনের অঙ্গ। কখনোই একটি নিরবিচ্ছিন্নভাবে চলে না। বিশ্বকর্মা পুজোর পুণ্য লগ্নে এই কথা বলে শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন প্রিয়জনকে।

বিশ্বকর্মা পুজো মানেই পুজো পুজো আমেজ। এই তামাম বিশ্বের নির্মাতা বলে মনে করা হয় বিশ্বকর্মাকে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৭ সেপ্টেম্বর পুজো করা হবে এই দেবতাকে। বিশ্বের নির্মাতা আদতে প্রজাপতি ব্রহ্মার পুত্র। তাঁর পুজোর দিনে বাড়ির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জানান। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তাটি। 

  • ভগবান বিশ্বকর্মার নাম যদি নাও,  তুমি অবশ্যই কিছু না কিছু পাবে। তোমাকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা!
  • আনন্দে ও সুখে ভরে উঠুক তোমার ঘর। দেবতার আশীর্বাদ সবসময় তোমার মাথার উপর থাকুক। বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। 

(আরও পড়ুন: মরক্কোর শয়ে শয়ে মৃত্যুর পিছনে ‘রিভার্স ফল্ট’ ভূমিকম্প! কেন এত বিধ্বংসী এই কম্পন)

  • তোমার সব দুঃখ দূর করুক ভগবান বিশ্বকর্মা। তাঁর আশীর্বাদে তোমার জীবন আনন্দের হয়ে উঠুক। বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। 
  • বিশ্বকর্মার দাড়িপাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক। তোমার জীবন যেন জ্ঞান ও কর্মের সঠিক ভারসাম্যে ভরে ওঠে। এটাই কামনা করি। বিশ্বকর্মা পুজোর অসংখ্য শুভেচ্ছা। 
  • যাঁরা কর্মে বিশ্বাস করেন, বিশ্বকর্মা সব সময় তাদের সঙ্গেই থাকেন। বিশ্বকর্মা পূজোর অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে।

(আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির দক্ষিণ ভারতে, কত ফুট দীর্ঘ জানলে চমকে যাবেন)

  • বিশ্বকর্মার মতোই অতুল তেজ যেন তোমার ওপর বর্ষিত হয়। তুমি তাঁর মতো কর্মময় হয়ে ওঠো। বিশ্বকর্মা পূজার অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে।
  • বিশ্বকর্মার আশীর্বাদে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক। সমস্ত দুঃখ তুমি জয় করে নাও। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল তোমার জন্য।
  • জীবনে দুঃখ আসবেই। সেই দুঃখ জয় করতে যেন তোমাকে সাহায্য করে বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোর পুণ্য লগ্নে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। 
  • আজ কারখানা, শিল্পক্ষেত্র সবখানেই পুজো হয় বিশ্বকর্মার। তাঁর আশীর্বাদেই সুন্দরভাবে চলছে সবটা। বিশ্বকর্মা পুজোর অসংখ্য শুভেচ্ছা জানাই। 
  • বিশ্বকর্মা দেবতার কাছে তোমার মনের কথা খুলে বলো। তিনি তোমার সব কথা শুনবেন। বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা জানাই তোমাকে‌।

বন্ধ করুন