1/4 মুক্তি পেল 'জালবন্দী'-র গান 'পিয়া জাগো', ছাড়াল ১০ লাখ ভিউUpdated: 13 May 2022, 09:47 AM IST লেখক HT Bangla Correspondent সিনেমা মুক্তি পাবে আগামী ১৭ জুন। ইতিমধ্যে মুক্তি পেয়েছে 'জালবন্দী'-র গান 'পিয়া জাগো'। গানটি গেয়েছেন ইশান মিত্র। সুর দিয়েছেন অমিত-ইশান। 2/4 3/4 সেই গান ইউটিউবে ১.২ মিলিয়ন বা ১০ লাখ ভিউ পার করে ফেলেছে। 4/4 সমরেশ মজুমদারের রহস্য উপন্যাসের অবলম্বনে 'জালবন্দী' তৈরি করেছেন পীযূষ সাহা। ছবিতে অভিনয় করেছেন দীপঙ্কর দে, পায়েল সরকার, জুন মালিয়া, দর্শনা বণিক, প্রিন্স প্রাচুর্য, পম্পা সাহা, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও রণজয়। ক্যামেরায় গোপী ভগত।