অনুমোদনহীন মাদ্রাসার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশে। ওই রাজ্যের মাদ্রাসায় বিদেশি ফান্ড আসছে কি না সেটা খতিয়ে দেখতে স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করেছিল উত্তরপ্রদেশ সরকার। যে মাদ্রাসাগুলির কোনও কাগজপত্র বা অনুমোদন নেই বলে খবর, এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার।
এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সেই মাদ্রাসাগুলির কাছে এবার নোটিশ পাঠানো হচ্ছে। জেলা প্রশাসন এরকম প্রায় ১০০টি মাদ্রাসার খোঁজ পেয়েছে যেখানে উপযুক্ত কাগজপত্র নেই। শুধু মুজফ্ফরনগর জেলাতেই এই পরিস্থিতি। তাহলে গোটা রাজ্যে কী হতে পারে!
এদিকে সূত্রের খবর, অন্তত ১২টি অনুমোদনহীন মাদ্রাসায় নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, হয় প্রতিদিন ১০,০০০ টাকা করে জরিমানা করুন, যতক্ষণ না পর্যন্ত এই মাদ্রাসা বন্ধ না করা হবে ততদিন এই জরিমানা দিতে হবে।
টাইমস অফ ইন্ডিয়া মুজফ্ফরনগর বেসিক শিক্ষা অধিকারী শুভম শুক্লাকে উদ্ধৃত করে জানিয়েছেন, ব্লক শিক্ষা আধিকারিক এই নোটিশ ইস্যু করেছেন। তিনি আরও জানিয়েছেন, সেখানকার সংখ্য়ালঘু দফতর আমাদের জানিয়েছে, উপযুক্ত নথিপত্র ছাড়াই অন্তত ১০০টি মাদ্রাসা রয়েছে। তাদের নথিভুক্ত করার জন্য় বলা হয়েছে। স্কুল বা মাদ্রাসা হিসাবে স্বীকৃতি পাওয়াটা কোনও কঠিন ব্যাপার নয়। বা কোনও জটিল ব্যাপার নয়।
এদিকে ইউপি বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেদ জানিয়েছেন, মাদ্রাসার ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। শিক্ষা দফতরেরও নেই। কেবলমাত্র সংখ্য়ালঘু দফতরের এই অধিকার রয়েছে।
এদিকে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জামিয়াত উলেইমা-ই-হিন্দের উত্তরপ্রদেশের সেক্রেটারি জাকির হোসেন জানিয়েছেন, এই ধরনের নোটিশ পাঠিয়ে আসলে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। একাধিক মাদ্রাসায় এই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে তিন থেকে পাঁচ দিনের মধ্য়ে নথিপত্র দেওয়ার কথা বলা হয়েছে। আর যারা দিতে পারবেন না তাদেরকে প্রতিদিন ১০,০০০ টাকা করে জরিমানার কথা বলা হয়েছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব?