জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দিল্লি ক্যাম্পাসের দেওয়ালে 'দেশবিরোধী স্লোগান'। ‘ফ্রি কাশ্মীর’ লেখা স্লোগানের ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই পরিস্থিতিতে ‘দেশবিরোধী’ স্লোগান রুখতে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে কাজ করবে সেই কমিটি।
আরও পড়ুন: JNU বিক্ষোভে Free Kashmir পোস্টার নিয়ে পুলিশ তদন্ত, ক্ষমা চাইলেন তরুণী
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেওয়ালে মুক্ত কাশ্মীরের দাবি-সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। স্লোগানের ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে তৎপর হয়েছে। স্লোগান মুছে দেওয়ার জন্য তার ওপরে রং করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর সতীশ চন্দ্র গারকোটি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা আমাদের নিরাপত্তা অফিসারের রিপোর্টের জন্য অপেক্ষা করছি এবং তাঁর পরামর্শ পাওয়ার পর আমরা সমস্যাটি মোকাবিলার জন্য পদক্ষেপ নেব।’
তিনি জানান, ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগানের ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছে। দেওয়ালে এসব স্লোগান কারা লিখেছে, তা তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, শুধু দেওয়ালে স্লোগানই লেখা হয়নি, কয়েকজন অধ্যাপকের নাম ফলকেও কালি করা হয়েছে।
তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে এর আগেও নানা স্লোগান লেখা হয়েছিল। ২০২২ সালে ‘ব্রাহ্মণ-বিরোধী’ স্লোগান দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে। তাতে লেখা ছিল, ‘ব্রাহ্মণরা ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাও’। এবারের ঘটনার পরেই সরব হয়েছে এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের এবিভিপির সম্পাদক বিকাশ প্যাটেল জানান, এই ঘটনা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেবেন। একইসঙ্গে তারা সিসিটিভি বসানোর দাবি জানিয়েছে। এই ধরনের দেওয়াল লিখনের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। তাঁদের মতে, এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।