ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারা বা রাষ্ট্রদোহ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একগুচ্ছ পিটিশনের শুনানি ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বর্তমানে এই আইনটি স্থগিত রয়েছে। এই আইনের অধীনে কাউকে গ্রেফতার করা যাবে না। তবে এই আইনটি এখনও বাতিল হয়নি। এই আবহে আদালতে সোমবার কেন্দ্রের তরফে জানানো হয় যে সংসদে শীঘ্রই এই নিয়ে পদক্ষেপ করা হতে পারে। সরকারের তরফে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি বলেন, ‘আগামী সংসদ অধিবেশনেই এই নিয়ে কিছু একটা হতে পারে।’
অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি আজ শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে নেন যাতে সরকার এই আইনের বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করতে পারে। এই আবহে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কেন্দ্রের তরফে ১২৪এ ধারার অধীনে দায়ের সব মামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সব রাজ্যে মুখ্য সতিবকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।
এর আগে গত মে মাসে রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত করে সুপ্রিম কোর্ট জানায়, যতদিন ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারার বৈধতা নিয়ে পুনর্বিবেচনা প্রক্রিয়া চলছে ততদিন যেন রাজ্য বা কেন্দ্র এই আইনে কারও বিরুদ্ধে মামলা রুজু না করে। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাঁরা রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি আছেন বা মামলা চলছে, তাঁরা নিজেদের বক্তব্য নিয়ে ট্রায়াল কোর্টের দ্বারস্থ হতে পারেন। তবে সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে অন্য কোনও ধারায় মামলা রুজু থাকলে, তার প্রেক্ষিতে বিচার ব্যবস্থা পদক্ষেপ করবে এবং সাজা শোনাবে। শীর্ষ আদালত জানিয়েছে, যাঁরা ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ আইনে জেলবন্দি আছেন, তাঁরা শুধু সেই ধারা থেকে মুক্তি পাওয়ার জন্যেই আদালতে আবেদন জানাতে পারবেন।