বিহারের পাটনার বিহাতা এলাকায় বেসরকারি হোটেলের মধ্যেই মধুচক্রের আসর। OYO হোটেলের মধ্যেই জড়ো হয়েছিলেন যুবক -যুবতীরা। এরপর জমিয়ে চলছিল অসাধু কার্যকলাপ। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপরই গোটা ঘটনার পর্দাফাঁস হয়ে যায়। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর গত কয়েকদিন ধরেই ওই হোটেলে এই কীর্তি চলছিল। কিন্তু পুলিশ অভিযান চালাতেই সব কাণ্ড ফাঁস হয়ে গেল। পুলিশের কাছে খবর গিয়েছিল যে হোটেল প্রিন্স ইনে একটা Sex Racket চলছে। এরপরই সেখানে অভিযান চালায় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ ছিল প্রচুর যুবক যুবতী ওই হোটেলে আসা। তাদের যাতায়াত কেমন যেন সন্দেহ তৈরি করে। স্থানীয়রা তাদের উপর নজর রাখতেন। কিন্তু ভেতরে কী হত সেটা ঠিক বোঝা যেত না।
এরপর পাটনা পুলিশ স্পেশাল টিম তৈরি করে। এরপর শুরু হয় অভিযান। এদিকে হোটেলে যেতেই পুলিশের চোখ কপালে। যুবক যুবতীদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাদের আটক করে। কতদিন ধরে ওখানে মধুচক্রের আসর বসত তা পুলিশ খোঁজ নিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা হোটেল কর্তৃপক্ষ এই চক্রের পেছনে রয়েছে। তারাই হোটেলে এই ধরনের কার্যকলাপ চালাত। তবে পুলিশ এনিয়ে আরও তথ্য় সংগ্রহ করছে। তার উপর ভিত্তি করে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
তবে এলাকায় আর কোনও হোটেলে এই ধরনের কার্যকলাপ চলছে কি না সেটাও দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। তারা কোথা থেকে এই হোটেলে আসত সেটা পুলিশ খতিয়ে দেখছে। এনিয়ে পাটনা পুলিশ ইতিমধ্য়েই মামলা শুরু করেছে।