বাংলা নিউজ > ঘরে বাইরে > Anju in Pakistan: কেক কেটে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন অঞ্জুর, বিয়ে করেই ভুললেন মাতৃভূমিকে! দেখুন Video

Anju in Pakistan: কেক কেটে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন অঞ্জুর, বিয়ে করেই ভুললেন মাতৃভূমিকে! দেখুন Video

পাকিস্তানে অঞ্জু ও নাসরুল্লাহ। (PTI Photo) (PTI)

মনে করা হচ্ছে গোটাটাই পাক ছক। বিয়ে করার কিছুদিনের মধ্যেই পাকিস্তানে গিয়ে সেখানকার স্বাধীনতা দিবসে কেক কাটলেন ভারতের অঞ্জু। 

পাকিস্তান থেকে ভারতে এসে তেরঙাকে আঁকড়ে ধরেছেন সীমা হায়দার। আর ভারত থেকে পাকিস্তানে গিয়ে বিয়ে করে এবার অঞ্জু পাকিস্তানের স্বাধীনতা দিবসে অংশ নিলেন। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

ভারত থেকে পাকিস্তানে গিয়ে ফেসবুক ফ্রেন্ড নাসরুল্লাহকে বিয়ে করেছেন অঞ্জু। আর যিনি ভারতের মাটিতে জন্মেছিলেন, ভারতের জল হাওয়ায় যিনি এতদিন বড় হয়েছেন সেই অঞ্জু পাকিস্তানে গিয়ে সেখানকার স্বাধীনতা দিবসে অংশ নিয়ে নিলেন। মনে করা হচ্ছে পাকিস্তান রীতিমতো পরিকল্পনা করে এসব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাকিস্তানের স্বাধীনতা দিবসে অংশ নিয়েছেন অঞ্জু ও নাসরুল্লাহ। সেখানে দেখা যাচ্ছে রীতিমতো কেক কেটে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করছেন অঞ্জু। শনিবার ওই অনুষ্ঠানে অঞ্জু অংশ নিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।

 

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে টেবিলে পাকিস্তানের পতাকা পাতা রয়েছে। নাসরুল্লাহর পাশে দাঁড়িয়ে রয়েছেন ভারতের অঞ্জু। আর তিনি কেক কাটছেন। এই ভিডিয়ো দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিয়ে করার পরেই ভুলে গেলেন মাতৃভূমিকে?

আদপে রাজস্থানের ভিওয়ান্দি জেলার বাসিন্দা অঞ্জু। গত ২১ জুলাই তিনি স্বামী সন্তানকে ভারতে ফেলে পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। সেখানে গিয়ে তিনি এখন ফতিমা নাম পেয়েছেন। জয়পুরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা পাকিস্তান। তবে ভিসা নিয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু এদিনের ভিডিয়োতে অঞ্জুর উপস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে সম্প্রতি জানা যায়, পাকিস্তানের ফেসবুক ফ্রেন্ডকে নিকাহ করবেন বলে তাদের দেশে চলে গিয়েছিলেন ভারতের অঞ্জু। তবে সেই ভারতীয় অঞ্জুর ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার। তিনি দুমাসের ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। এবার তাঁর ভিসার মেয়াদ বৃদ্ধি করে একবছর করা হয়েছে। ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অঞ্জুর নাম বদলে হয়ে গিয়েছেন ফতিমা।তবে কি এবার পাকিস্তানের প্রতি আনুগত্য দেখাতে শুরু করলেন ফতিমা? একবারও মনে পড়ল না জন্মভূমিকে? নিজের মাতৃভূমিকে? নাকি গোটাটাই প্লট সাজাচ্ছে পাকিস্তান?

 

বন্ধ করুন