আইফোন থেকে তথ্যচুরির সতর্কতা কাণ্ডে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। কংগ্রেস সাংসদ শশী থারুর, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডা-সহ বিরোধী নেতারা দাবি করেন, তাঁদের আইফোন থেকে রাষ্ট্রের মদতপুষ্ট ‘শক্তি’ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে ‘অ্যালার্ট’ দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর সেইসঙ্গে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, দেশে প্রচুর সখের সমালোচক আছেন। যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি সহ্য করতে পারছেন না। তাই নজর ঘোরানোর চেষ্টা করছেন।
মঙ্গলবার ভোপালে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব বলেন, ‘এই বিষয়টি (আইফোন হ্যাকের যে অভিযোগ উঠেছে) নিয়ে সরকার চিন্তিত এবং এই ঘটনার একেবারে শেষবিন্দু পর্যন্ত যাবে সরকার। দেশে প্রচুর সখের সমালোচক আছেন। যখনই কোনও সুযোগ পাবেন, তখনই ঘুম থেকে উঠে সরকারের সমালোচনা করাই তাঁদের একমাত্র কাজ। আপনারা নিশ্চয়ই অ্যাপলের অ্যাডভাইজরি দেখেছেন। ওটা (অ্যাপলের জারি করা অ্যাডভাইজরি) একটি ভাসা-ভাসা অ্যাডভাইজরি। নির্দিষ্ট কিছু অনুমানের ভিত্তিতে সেটা জারি করা হয়েছে।’
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, ওদের যে এনক্রিপশন সিস্টেম আছে. সেটা একেবারে সর্বোচ্চ মাত্রার। ওরা এটাও স্পষ্ট করে দিয়েছে এবং বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে ১৫০টি দেশে এরকম অ্যাডভাইজরি জারি করা হয়েছে।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘এই ধরনের নোটিফিকেশন খতিয়ে দেখবে সরকার। আর অ্যাপল দাবি করেছে যে তাদের ডিভাইস সুরক্ষিত ও গোপনীয়তা বজায় রাখে, সেই বিষয়টিও খতিয়ে দেখবে সরকার।’
বিষয়টা ঠিক কী হয়েছিল?
সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট পোস্ট করে মহুয়ারা দাবি করেন যে তাঁদের আইফোনের তথ্যচুরির চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে বলে 'অ্য়ালার্ট' এসেছে। সেটার প্রেক্ষিতে অ্যাপলের তরফে বিবৃতিতে দাবি করা হয়, ‘রাষ্ট্রের মদতপুষ্ট কোনও নির্দিষ্ট আক্রমণকারীর কারণে সেই নোটিফিকেশন এসেছে, সেরকম কিছু বলছে না অ্যাপল। এটা হতে পারে যে কয়েকটি অ্যালার্ট ভুলবশত এসেছে বা কয়েকটি অ্যাটাক চিহ্নিত করা যায়নি।’
সেইসঙ্গে মার্কিন ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের তরফে বলা হয়, 'কী কারণে সেই অ্যালার্ট জারি করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য দিতে পারছি না আমরা। কারণ ভবিষ্যতে নজরদারি এড়ানোর ক্ষেত্রে সেটা সাহায্য করতে পারে রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীদের।'