বাংলা নিউজ > ঘরে বাইরে > iPhone of Mahua and Shashi: সরকারি মদতে হ্যাক হতে পারে আইফোন, অ্যাপল নাকি অ্যালার্ট পাঠিয়েছে শশী-মহুয়াদের

iPhone of Mahua and Shashi: সরকারি মদতে হ্যাক হতে পারে আইফোন, অ্যাপল নাকি অ্যালার্ট পাঠিয়েছে শশী-মহুয়াদের

শশী থারুর এবং মহুয়া মৈত্র

একাধিক বিরোধী সাংসদ ও নেতা অভিযোগ করলেন, তাঁদের আইফোন হ্যাক করতে পারে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। অ্যাপলের তরফ থেকে নাকি এমনই অ্যালার্ট পাঠানো হয়েছে শশী থারুর, মহুয়া মৈত্রদের। এই নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন বিরোধী সাংসদরা।

এর আগে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, দেশের সাংবাদিক, বিরোধী রাজনীতিবিদদের ফোন হ্যাক করেছিল সরকার। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যদিও সেই অভিযোগের পক্ষে পোক্ত কোনও প্রমাণ নাকি পাওয়া যায়নি। আর এরই মধ্যে এবার একাধিক বিরোধী সাংসদ ও নেতা অভিযোগ করলেন, তাঁদের আইফোন হ্যাক করতে পারে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। অ্যাপলের তরফ থেকে নাকি এমনই অ্যালার্ট পাঠানো হয়েছে শশী থারুর, মহুয়া মৈত্রদের। এই নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন বিরোধী সাংসদরা। (আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারে ভর্তুকি এবার বেড়ে ৫০০, দিওয়ালির আগে বড় ঘোষণা সরকার পক্ষের)

শশী থারুর, মহুয়া মৈত্র, পবন খেরা এই 'অ্যালার্ট'-এর স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই নিয়ে পবন খেরা লিখেছেন, 'প্রিয় মোদী সরকার, এমন কেন করছেন?' এদিকে মহুয়া মৈত্র আক্রমণ শানিয়ে লিখেছেন, 'অ্যাপলের থেকে একটি ইমেল এবং মেসেজ পেলাম যে সরকার আমার ফোন ও ইমেল হ্যাক করতে চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত একটু সুস্থ জীবনযাপন করা। আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরে কর্মরত আধিকারিকদের জন্য আমার খারাপই লাগে।' এদিকে শশী থারুরও এই নিয়ো পোস্ট করেছেন। তিনি লেখেন, 'অ্যাপলের থেকে একটি নোটিফিকেশন পেলাম। আমি সেটা খতিয়ে দেখেছি। এটা ভুয়ো নয়। সরকারি আধিকারিকদের করদাতাদের টাকায় নিয়োগ করা হচ্ছে এবং তাদের কোনও কাজ নেই। তাই তাঁদের ব্যস্ত রাখতে এই সব করা হচ্ছে। আর কিছু গুরুত্বপূর্ণ কাজই কি নেই?'

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই 'নোটিফিকেশন মেল'-এ লেখা হয়েছে, 'অ্যাপেল বিশ্বাস করে যে আপনার ফোন হ্যাক করার চেষ্টা করছে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। আপনি যে কাজ করেন, তার জন্যেই এই হ্যাকাররা ব্যক্তিগত ভাবে আপনার ফোন হ্যাক করতে চাইছে। যদি সরকারি মদতপ্রাপ্ত এই হ্যাকাররা আপনার ফোনে ঢুকতে সক্ষম হয়, তাহলে আপনার ফোনে থাকা গোপন তথ্য তারা অনায়াসে হাতিয়ে নিতে পারবে। এমনকী তারা আপনার ফোনের ক্যামেরা ও মাইক ব্যবহার করতে পারবে। হতে পারে যে এই অ্যালার্মটা সঠিক নয়, তবে তাও এটাকে গুরুত্ব সহকারে নিন।' এদিকে এই হুমকি থেকে বাঁচতে আইফোনের সর্বশেষ সফটওয়্যারে আপডেট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে শশী, মহুয়াদের। এরপর সেটিংসে গিয়ে লকডাউন মোড অ্যাক্টিভেট করতে বলা হয়েছে।

পরবর্তী খবর

Latest News

‘পবিত্র আত্মার শান্তি কামনা করি ডোনা’, লেখা সৌরভ-পত্নীর ফেসবুকে! পরে জানা গেল… ‘দরজাটা বন্ধ করে দিলেন’, মমতার বাড়ির সামনে হাউ-হাউ করে কেঁদে ফেললেন ডাক্তাররা কেন পালন করা হয় বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস? এই দিনটির গুরুত্ব কী আজ হাওড়া-গয়া বন্দে ভারতের সূচনা! কোন স্টেশনে কখন দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা প্রথম বন্দে মেট্রো চালু সোমে! কোন রুটে? লোকাল ট্রেনের মতো টিকিট, স্পিড ১১০ কিমি! ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল ৬ জেলায় ভারী বৃষ্টি রবিতে, সতর্কতা ৯টিতে, বিশ্বকর্মা পুজোয় ভাসাবে নিম্নচাপ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.