মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কংগ্রেস নেতৃত্বকে একেবারে তুলোধোনা করলেন তিনি। আসলে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার এমপি রণদীপ সূর্যওয়ালা জনতাকে রাক্ষস বলে কটাক্ষ করেছিলেন বলে দাবি করা হচ্ছে। এবার সেই মন্তব্যের পালটা দিলেন শিবরাজ সিং চৌহান। তিনি প্রশ্ন করেন এটাই কি আপনাদের মহব্বত কি দুকান? একেবারে মোক্ষম জবাব দিলেন তিনি। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
সোমবার তিনি এএনআইকে জানিয়েছেন, এটাই হল কংগ্রেস নেতা যিনি জনতাকে রাক্ষস বলছেন। তবে কি কোটি কোটি মানুষ যাঁরা বিজেপির পক্ষে ভোট দিলেন তারা সব রাক্ষস? সোনিয়া জী, রাহুল জী আপনারা ঠিক কী ভাবেন? আপনারাও কি মনে করেন যে সমস্ত মানুষ হল রাক্ষস?
তিনি আরও বলেন, আমরা মানুষকে ভগবান বলে মনে করি। আমি সবসময় বলি জনতাই হলেন ভগবান। আর আমরা হলাম সেই ভগবানের পুরোহিত। আর আপনি তাঁদের রাক্ষস বলছেন। তাদেরকে অভিশাপ দিচ্ছেন। এটাই কি আপনাদের মহব্বত কা দুকান?
কিন্তু কেন এত রেগে গেলেন মুখ্যমন্ত্রী? ঠিক কী বলেছিলেন কংগ্রেস নেতা সুর্যওয়ালা?
আসলে রবিবার কংগ্রেস নেতা বিজেপি ও তাদের সমর্থকদের সম্পর্কে তীব্র বিষোদ্গার করেছিলেন। তাঁদেরকে রাক্ষস বলে কার্যত কটাক্ষ করেন। হরিয়ানায় কংগ্রেসের একটা সভা হচ্ছিল। সেখানেই তীব্র কটাক্ষ করেন তিনি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজেপির লোকজন সব রাক্ষস। আর যারা তাদের জন্য ভোট দিচ্ছেন, যারা তাদের সমর্থন করছেন সব রাক্ষস। এই মহাভারতের ভূমি থেকে আমি তাদের বিরুদ্ধে কথা বললাম।
এবার সেই ঘটনায় মন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, কংগ্রেস ও নেহেরু পরিবারের সুরে সুর মিলিয়ে কথা বলছেন সূর্যওয়ালা। তিনি জানিয়েছেন, এটাই হল কংগ্রেসের ঐতিহ্য। গণতন্ত্রেই জনতাই হল জনার্দন। যাদের আশীর্বাদে আপনারা ক্ষমতায় আসেন তাদের জন্য়ই আপনি অভিশাপ দিচ্ছেন। তিনি জানিয়েছেন, নেহেরু পরিবার গণতন্ত্রে মানুষকে প্রতারণা করেছেন। তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে শাসন করার চেষ্টা করতেন। কিন্তু মনে রাখবেন এখন পরিবেশ বদলে যাচ্ছে। এখন মানুষ কংগ্রেসকে অভিশাপ দেন। মানুষ এখন কংগ্রেসকে পুরোপুরি ঘরের মধ্য়ে বসিয়ে রাখবে।