ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি। তাঁকে এবার রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী প্রতিনিধি তথা ভারতের দূত হিসাবে নিয়োগ করা হল। জেনেভায় আরও একাধিক আন্তর্জাতিক সংগঠনেও তিনি ভারতের রাষ্ট্রদূত হিসাবে থাকবেন। খবর এএনআই সূত্রে।
অরিন্দম বাগচির পরিচয়টা একবার জেনে নিন…
১৯৯৫ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার। তিনি বিদেশ দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন। ২০২১ সালে তিনি মুখপাত্রের চেয়ারে বসেছিলেন। অত্যন্ত দক্ষ অফিসার বলে পরিচিত। একাধিক বড় মাইলফলক তিনি ছুঁয়েছেন। তাঁর সময়তেই অতিমারি, ভারত চিন দ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছিল। সেই সময় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতের বক্তব্য তুলে ধরতেন। তাঁর সময়তেই ভারত জি২০ মিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করেছিল।
বিদেশ দফতর তাদের বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি। তাঁকে এবার রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী প্রতিনিধি তথা ভারতের দূত হিসাবে নিয়োগ করা হল। জেনেভায় আরও একাধিক আন্তর্জাতিক সংগঠনেও তিনি ভারতের রাষ্ট্রদূত হিসাবে থাকবেন।
খুব শীঘ্রই তিনি দায়িত্ব বুঝে নেবেন।
এর আগে তিনি ক্রোয়েশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে ছিলেন। শ্রীলঙ্কায় ভারতের ডেপুটি হাইকমিশনারও ছিলেন তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনেও কর্মরত ছিলেন তিনি।
প্রথম জীবনটা জেনে নিন
তিনি বঙ্গসন্তান। কলকাতায় জন্মেছিলেন। দিল্লি পাবলিক স্কুল থেকে তিনি পড়াশোনা করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকেও তিনি পড়াশোনা করেছিলেন। ১৯৯২ সালে তিনি গ্র্যাজুয়েট হন। এরপর আমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে তিনি পড়াশোনা করেন। তাঁর স্ত্রীর নাম হল অনন্যা বাগচি। তিনি চিত্রকর। তাঁদের সন্তানের নাম পাবলো বাগচি। বিদেশ দফতরের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অরিন্দম। এবার রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী প্রতিনিধি তথা ভারতের দূত হিসাবে নিয়োগ করা হল তাঁকে। খবর টাইমস নাও সূত্রে।