বাংলা নিউজ > ঘরে বাইরে > এক কাপ ইউক্রেনে তোমাকে চাই! অসমের চা জেলেনস্কির নামে,আনবেন বাড়িতে?

এক কাপ ইউক্রেনে তোমাকে চাই! অসমের চা জেলেনস্কির নামে,আনবেন বাড়িতে?

প্রেসিডেন্ট জেলেনস্কির নামে অসমের চায়ের নামকরণ করা হয়েছে।

প্যাকটের উপর লেখা রয়েছে রিয়েলি স্ট্রং।

ভ্লাদিমির জেলেনস্কি। এতদিনে এই নামটির সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন বিশ্ববাসী। ইউক্রেনের প্রেসিডেন্ট। টিভিতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ছবি দেখে যাঁরা শিউরে উঠছেন সেই দেশের প্রেসিডেন্ট এখনও শিড়়দাঁড়া সোজা করে রাশিয়ার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন। আর সেই জেলেনেস্কিকে সম্মান জানাতে এবার অসমের একটি সংস্থা তাদের বিশেষ ব্র্যান্ডের চায়ের নাম রেখেছেন প্রেসিডেন্ট জেলেনস্কির নামে। নাম দেওয়া হয়েছে জেলেনস্কি।

অসমের ওই সংস্থা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কি। কেমন হবে এই চা? চা সংস্থার দাবি, এককথায় এক্কেবারে কড়া। ঠিক যেন জেলেনস্কি। জেলেনস্কি একেবারে নায়ক। আর সেই হিরোর গুণই যেন মিশে যাচ্ছে এই চায়ে। তবে চা প্রেমীদের দাবি, বিপণনের জন্য একেবারে দারুন কায়দা। ইউক্রেন প্রেমীরাও যে এই চায়ের প্রেমে পড়বেন তা বলাই বাহুল্য।

চা সংস্থার প্রধান রনজিৎ বড়ুয়ার দাবি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মানুষের পাশে থেকে গিয়েছেন। বুধবারই এই চায়ের ব্র্যান্ড বাজারে আনা হয়েছে। চা সংস্থার দাবি, জেলেনস্কি অস্ত্র চেয়েছেন, কিন্তু পালাতে চাননি। এমনটাই কড়া ধাতের তিনি। আর এই অসম চা তেমনটাই গুণসম্পন্ন। আর বাড়িতে বসে অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাবে জেলেনস্কি টি। রিয়েলি স্ট্রং।

 

বন্ধ করুন