প্রবীণ নাগরিকদের জন্য 'ইন্সপায়ার' নামে একটি বিশেষ পরিষেবা চালু করল। নতুন এই পরিষেবার মাধ্যমে প্রবীণ নাগরিক গ্রাহকদের জন্য বিশেষ সুদের হার, অগ্রাধিকারমূলক ব্যাঙ্কিং এবং ডোরস্টেপ ব্যাঙ্কিং এর মত বিশেষ পরিষেবার সুবিধা প্রদান করবে।
'ইন্সপায়ার' প্রোগ্রামের মাধ্যমে প্রবীণরা ওষুধ কেনা, ডায়াগনস্টিক, চিকিৎসা ইত্যাদির উপর বিশেষ ছাড় পাবেন। এছাড়াও, সহযোগী হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে, ডাক্তারের পরামর্শ, মেডিক্যাল চেক-আপ এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও তাঁরা বিশেষ ছাড় পাবেন। প্রবীণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজ করে তুলতে, খুব শীঘ্রই ফোন ব্যাঙ্কিং অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগের মতো সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
প্রসঙ্গত, বন্ধন ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চেই দীর্ঘদিন ধরে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সার্ভিস ডেস্ক রয়েছে। সেই সঙ্গে, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং এবং মিসড কল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনও সময় এবং যে কোনও জায়গা থেকে ব্যাঙ্কিং পরিষেবা পেতে ইচ্ছুক প্রবীণ নাগরিক গ্রাহকদের সাহায্য করার জন্য, বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এক্সিকিউটিভদের নিয়োগ করেছে।
(পড়ুন। ভুটান যাওয়া আরও সহজ, খুলে গেল চাইনিজ লাইন গেট, পর্যটকরাও কি যেতে পারবেন?)
সুজয় রায়, হেড, বন্ধন ব্যাঙ্ক, ব্রাঞ্চ ব্যাঙ্কিং বলেন, ‘বন্ধন ব্যাঙ্কে, আমরা সব বয়সেই আর্থিক স্বাধীনতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা স্বীকার করি। তাই বন্ধন ব্যাঙ্ক শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য এক বিশেষ পরিষেবা নিয়ে এসেছে। ব্যাঙ্কের আট বছরের কার্যকালে প্রবীণ নাগরিকদের আস্থাভাজন হতে পেরে গৌরবান্বিত।'
বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের আকর্ষণীয় সুদের হার দিচ্ছে। প্রবীণ নাগরিকরা ৫০০ দিনের মেয়াদে ৮.৩৫% পর্যন্ত হারে এফডি-তে সুদ পাবেন। ট্যাক্স সেভার এফডি-এর জন্য, প্রবীণ নাগরিকরা ৭.৫% হারে সুদ পাবে।