মধ্যপ্রদেশে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই ঘটনায় ৮ বছর বয়সি ওই শিশুর পরিবারকে ৪ লক্ষ টাকা টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৮ বছরের শিশুটি গত মঙ্গলবার কুয়োয় পড়ে যায় এবং এর পরেই উদ্ধার অভিযান শুরু হয়। অনেক চেষ্টা করেও ছেলেটিকে বাঁচানো যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল ৮ বছর বয়সি ওই শিশু। ঘটনাটি মধ্যপ্রদেশের বেটুল জেলার মান্ডবি গ্রামের ঘটনা। শিশুটির নাম তন্ময় সাহু। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। মাটি খোঁড়ার মেশিনও আনা হয়। কিন্তু শেষমেষ শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার টুইটারে মুখ্যমন্ত্রী শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘এটি দুঃখজনক যে বেটুল জেলার মান্ডবি গ্রামের বাসিন্দা ছোট্ট তন্ময় কুয়োয় পড়ে গিয়েছিল। প্রশাসনের তরফে অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা যায়নি। আমি তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওই শিশুর পরিবার একা নয়, তাঁদের সঙ্গে রয়েছে গোটা মধ্যপ্রদেশ। রাজ্য সরকারের পক্ষ থেকে ওই পরিবারকে ৪ লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে।’
শিশুর বাবা জানান, মঙ্গলবার একটি মাঠে খেলতে গিয়ে কুয়োয় পড়ে যায় তন্ময়।শনিবার ভোর ৫ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য, শিশুকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল কুয়োর পাশে আর একটি কুয়ো খননের চেষ্টা করা হয়। শুক্রবার থেকেই শিশুর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার তাকে কুয়ো থেকে তোলা হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।