চার্টার্ড অ্যাকাউন্টেন্টস (সিএ) পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কোনও রায় দেওয়া হবে না। মঙ্গলবার স্পষ্টভাবে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যে পরীক্ষা আগামী জুলাইয়ে শুরু হওয়ার কথা আছে।
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার (আইসিএআই) তরফে আদালতে জানানো হয়, আপাতত করোনাভাইরাস সংক্রমণ কমেছে। তাই জুলাইয়েই পরীক্ষা নেওয়ার সেরা সময়। সেইসঙ্গে ‘অপট-আউটের’ সুযোগের বিষয়েও সুপ্রিম কোর্টে জানায় আইসিএআই। জানানো হয়, করোনা সংক্রান্ত বিধির কারণে যে প্রার্থীরা পরীক্ষায় বসার ক্ষেত্রে সমস্যার মুখে পড়বেন, তাঁদের আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আইসিএআইয়ের আইনজীবী রামজি শ্রীনিবাসন জানিয়েছেন, যে পরীক্ষার্থীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের বিকল্প সুযোগ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এখন প্রার্থীদের জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক একটি শংসাপত্র দিতে পারেন।
আইসিএআইয়ের সেই সওয়ালের ভিত্তিতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের কারণে যে প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের ‘অপট-আউটের’ সুযোগ দেওয়ার আবেদন বিবেচনা করে দেখতে রাজি হয়েছে বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষ যাতে শংসাপত্র জারি করতে পারে, সেজন্য একটি নীতি নির্ধারণের জন্য মঙ্গলবার আইসিএআইকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কী কারণে কোনও করোনা আক্রান্ত প্রার্থী চার্টার্ড অ্যাকাউন্টেন্টস পরীক্ষায় বসতে পারবেন না, তা সেই শংসাপত্রে ব্যাখ্যা করা থাকবে। আগামিকাল (বুধবার) বিষয়টি বিবেচনা করে দেখবে শীর্ষ আদালত। আগামিকালই সেই বিষয়ে রায় দিতে পারে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।