গ্রামের কাছেই পড়ে ছিল একের পর এক হনুমানের দেহ। কিন্তু ওদের মৃত্যু হল কীভাবে?
1/6তেলেঙ্গানার সিদ্দিপেট গ্রামে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রায় শ খানের বাঁদরের দেহ উদ্ধার করা হয়েছে। আধিকারিকদের মতে, কয়েকজন গ্রামবাসী দেখেন শনিবার কিছু হনুমান গ্রামের জমির কাছাকাছি এলাকায় মরে পড়েছিল। এরপরই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। কীভাবে এই হনুমানদের মৃত্য়ু হল তা নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। (Photo by Arun SANKAR / AFP) (PTI)
2/6প্রাণী চিকিৎসকরা ওই মৃত বাঁদরের দেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। কীভাবে এগুলির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। হায়দরাবাদের একটা ফরেনসিক ল্যাবে তাদের দেহ পাঠানো হয়েছে। (Photo by Arun SANKAR / AFP) (PTI)
3/6একাধিক সূত্র বলছে এই বাঁদরগুলিকে অন্যত্র হয়তো বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এরপর সেগুলির দেহ গ্রামের কাছে নিয়ে এসে ফেলে দেওয়া হয়েছে।PTI Photo/Atul Yadav) (PTI)
4/6কেন এভাবে হনুমানগুলিকে মেরে ফেলা হল? এর পেছনে কি তবে কোনও চক্র কাজ করছে? নাকি নেহাত মজা করার জন্য এসব করা হয়েছে। (PTI Photo/Manvender Vashist Lav) (PTI)
5/6অনেক সময় হনুমানরা লোকালয়ে উৎপাত করে। সেকারণেই কি এগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলা হল? তবে এগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। নমুনার রিপোর্ট হাতে আসার পরেই এনিয়ে নিশ্চিত করা সম্ভব হবে। . (PTI Photo/Atul Yadav) (PTI)
6/6নানা কাহিনিতে হনুমানরা সাধারণত রামভক্ত বলে পরিচিত। বহু ক্ষেত্রে লোকালয়ের কাছাকাছি থাকে তারা। কিন্তু সেই রামভক্ত হনুমানদের মৃত্য়ু হল কীভাবে? প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। (PTI Photo/Kamal Singh) (PTI)