বাংলা নিউজ > ঘরে বাইরে > Queen Elizabeth II: ‘অবশেষে চোর এবং ধর্ষক সাম্রাজ্য়ের রানির মৃত্যু ’! অধ্যাপকের টুইটে ব্য়াপক বিতর্ক

Queen Elizabeth II: ‘অবশেষে চোর এবং ধর্ষক সাম্রাজ্য়ের রানির মৃত্যু ’! অধ্যাপকের টুইটে ব্য়াপক বিতর্ক

রানি দ্বিতীয় এলিজাবেথ (ফাইল ছবি)

Queen Elizabeth II: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে এক অধ্যাপকের মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে। এমনকী এই বিষয়ে মন্তব্য করেছেন ধনকুবের জেফ বেজোসও।

প্রয়াত হলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়ানের সঙ্গে সঙ্গেই গোটা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে মেরুকরণ এবং তার জেরে দু’ধরনের মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। একদিকে যেমন বহু মানুষ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন, অ্যদিকে একদল ইংল্যান্ডের রাজপরিবারের সাম্রাজ্যনীতি এবং ভবিষ্যতে সে বিষয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের নিশ্চুপ থাকা নিয়েও সরব হয়েছেন। সব মিলিয়ে মৃত্যুর পরে শোক প্রকাশ ছাড়াও দ্বিতীয় এলিজাবেথ প্রসঙ্গে চোখা সমালোচনামূলক মন্তব্যেও ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

কিন্তু এরই মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আকার নিয়েছে একটি টুইট। যদিও সেই টুইটটি টুইটার কর্তৃপক্ষের তরফে ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু তার পরেও থেকে গিয়েছে তার রেশ। তা নিয়ে মন্তব্য জানাচ্ছেন বহু মানুষ।

কী ছিল এই টুইটে? Carnegie Mellon University-র এক অধ্যাপক এই টুইটটি করেন। উজু আনিয়া নামের সেই অধ্যাপক যা লিখেছিলেন, তার বাংলা করলে মোটামুটি দাঁড়ায়, ‘আমি শুনেছি চোর, ধর্ষক এবং গণহত্যাকারী সাম্রাজ্যের রানি শেষ পর্যন্ত মারা যাচ্ছেন। তাঁর মৃত্যু যেন খুব বেদনাদায়ক হয়।’ (I heard the chief monarch of a thieving and raping genocidal empire is finally dying. May her pain be excruciating)।

এই টুইট নিয়ে এমনই জলঘোলা হয় যে টুইটার কর্তৃপক্ষ দ্রুত এটি ডিলিট করে দেয়। এর পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে জানানো হয়, ‘যদিও স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার সকলের আছে। কিন্তু উজু আনিয়ার মতামতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মতামতের কোনও সম্পর্ক নেই।’

কিন্তু বিষয়টি এখানেই থামেনি। তাঁর এই মন্তব্যের সমর্থনে এগিয়ে আসেন অনেকেই। তাঁদের মধ্যে অনেকেরই বক্তব্য, রানি কখনও তাঁর পরিবারের ভূমিকা এবং অত্যারের জন্য ক্ষমা চাননি। ফলে তাঁকেও ‘ধোয়া তুলসীপাতা’ ভাবার কোনও কারণ নেই।

অবশ্য উজু আনিয়ার বিরোধিতাও করেছেন অনেকে। তালিকায় আছেন জেফ বেজোসের মতো ধনকুবের ব্যবসায়ীও। তিনি লেখেন, ‘এটা এমন কারও লেখা, যিনি পৃথিবীকে আরও সুন্দর করতে চান? আমার তো মনে হয় না।’

জেফ বেজোসের টুইট।
জেফ বেজোসের টুইট।

তবে এসবের পরেও উজু আনিয়াও থেমে যাননি। সোশ্যাল মিডিয়াতেই তিনি এর পরে লেখেন, ‘কেউ যদি মনে করেন, আমি এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘৃণা ছাড়া আর কিছু দেখাবো, তাহলে ভুল করেছেন। আমার অর্ধেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এই সাম্রাজ্যবাদীদের মদতপুষ্ট গণহত্যায়। বাকিরা আজও সেই ভয়ানক অবস্থা থেকে বেরোতে পারেনি।’

সব মিলিয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘরে বাইরে খবর

Latest News

‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.