এবার ডাবরের শাখা সংস্থা নিয়ে বড়সর আপডেট। আমেরিকা ও কানাডায় ডাবরের অন্তত তিনটি শাখা সংস্থা নিয়ে একাধিক মামলা।ক্রেতাদের একাংশের অভিযোগ কোম্পানির হেয়ার প্রোডাক্ট থেকে ওভারিতে ক্য়ানসার ও ইউটেরিয়াসে ক্যানসার হতে পারে। মিন্টের প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গিয়েছে।
ডাবরের অন্যতম তিনটি সংস্থা নমস্তে ল্যাবরেটরিজ এলএলসি, ডেরমোভিভা স্কিন এসেনসিয়ালস আইএনসি ও ডাবর ইন্টারন্যাশানাল লিমিটেড এই তিনটিই হল ভারতের ডাবর ইন্ডিয়া লিমিটেডের শাখা সংস্থা।
এদিকে এই বিদেশে এই তিন সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এই মামলার ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই সমস্ত অভিযোগগুলি একেবারেই ভিত্তিহীন। এটা অসম্পূর্ণ স্টাডির ভিত্তিতে করা হয়নি।
এদিকে চুল ভালো করার একটা প্রোডাক্টে ফরমালডিহাইড রয়েছে বলে অভিযোগ। তার জেরে হরমোন সংক্রান্ত ক্যানসার হতে পারে। এর জেরে দীর্ঘকালীন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে এই চুল মজবুত করার প্রোডাক্টটা নিষিদ্ধ করা হচ্ছে। ফক্স বিজনেজ নিউজে তেমনটাই উল্লেখ করা হয়েছে।
মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থার দাবি, ফরমালডিহাইড ও ফরমালডিহাইড সংক্রান্ত আরও যে বিষয়গুলি রয়েছে তার মাধ্যমে নানা ধরনের কেমিক্যাল নির্গত হতে পারে। এতে দীর্ঘকালীন স্বাস্থ্যে ক্ষতি হতে পারে।
সেই সঙ্গেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফরমালডিহাইডে বার বার নিঃশ্বাস নিলে নানা ধরনের শারীরিক ক্ষতি হতে পারে। কী কী হতে পারে এর মাধ্যমে?
যেটা বলা হচ্ছে এতে চোখ জ্বালা করতে পারে, গলায় নানা সমস্যা হতে পারে। বুকে ব্যথা হতে পারে। প্রচন্ড মাথাব্যাথা, অ্যাজমা জাতীয় হতে পারে। এমনকী ক্যানসার প্রচন্ড হতে পারে। তবে এই তথ্য যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এদিকে ন্যাশানাল ইনস্টিটিউটস অফ হেলথের স্টাডি বলছে আমেরিকায় ৩৩,৫০০জন মহিলার মধ্যে স্টাডি করা হয়েছিল, যে সমস্ত মহিলারা এই ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করেন তাদের ইউটেরাইন ক্যানসার হওয়ার প্রবণতা দুুগুণ বেশি থাকে। বাচ্চা ধারণ করতেও তাদের সমস্যা হতে পারে।