সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ ২০২৩ ও সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ ২০২২ সালের পুনরায় নবীকরণ করার জন্য় আবেদন করা যাবে এবার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন( CBSE) এই আবেদনপত্র চেয়েছে বলে খবর।
কবে থেকে এই আবেদন করা যাবে?
যোগ্য প্রার্থীরা ১৯ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। ১৮ অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে। তবে কোনওভাবেই অফলাইনে কোনও আবেদন করা যাবে না। খবর এনডিটিভি সূত্রে।
কারা এই আবেদন করতে পারবেন?
বাবা মায়ের একমাত্র কন্যা ও ভারতীয় হলে সে আবেদন করতে পারবে। তাকে সিবিএসই অনুমোদিত স্কুলে পড়তে হবে। যে ক্লাস ১০ পাস করেছে অন্তত পাঁচটি বিষয়ে ৬০ শতাংশ নম্বর নিয়ে সে এই অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। তবে NRI যারা সিবিএসই স্কুলে পড়ে তারাও আবেদন করতে পারবে।
তবে এই স্কলারশিপ পাওয়ার জন্য ১১-১২ ক্লাস তাকে সিবিএসই স্কুলেই পড়তে হবে। ক্লাস টেনে ছাত্রের মাসিক টিউশন ফি ১৫০০ টাকার বেশি হলে হবে না।
তবে ওই পড়ুয়াকে ১১ ক্লাসেও ৫০ শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করতে হবে। ২০০৬ সালে এই স্কিম চালু হয়েছিল।
তবে যারা স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের নথি সংশ্লিষ্ট স্কুলকে যাচাই করার জন্য বলা হবে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। cbse.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাকে পরিবারের একমাত্র সন্তান হতে হবে।
কীভাবে আবেদন করবেন?
cbse.nic.in এই ওয়েবসাইটে যান
Single girl child scholarship X-2023 REG এখানে ক্লিক করুন।সেখানে গিয়ে সংশ্লিষ্ট স্কলারশিপে ক্লিক করুন।
এরপর ফ্রেস নাকি রিনিউয়াল সেখানে যান
SGC-X অপশনে যান
এরপর ফর্ম পূরণ করে নথি আপলোড করুন
এরপর সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ অ্য়াপলিকেশন জমা দিন।
এক্ষেত্রে ৫০০ টাকা মাসিক স্কলারশিপ মেলে।