একেবারে আলোক উজ্জ্বল কেরিয়ার। প্রায় চার দশকের কর্মজীবনে নানা সাফল্যের নজির রেখেছিলেন বীর যোদ্ধা CDS জেনারেল বিপিন রাওয়াত। প্রকৃত দেশপ্রেমিক, লিখেছেন প্রধানমন্ত্রী
1/6আর্মি, নেভি ও এয়ার ফোর্স এই তিন বাহিনীর মধ্যে সমণ্বয়রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা নিতেন CDS বিপিন রাওয়াত। গোটা চাকরি জীবনে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি। আর সব চ্যালেঞ্জেই কার্যত সফল হতেন বিপিন রাওয়াত (ANI Photo) (ANI)
2/6উত্তর পূর্বভারতে জঙ্গি দমনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। ২০১৫ সাল ক্রশ বর্ডার বর্ডার অপারেশন সাফল্য পেয়েছিল ভারতীয় সেনা. আর সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিপিন রাওয়াত (ANI Photo) (ANI)
3/6নর্দার্ন ও ইস্টার্ন কমান্ডের দুর্গম পাহাড়ি এলাকাতেও তিনি বীরত্বের সঙ্গে কর্তব্য পালন করে গিয়েছেন।কর্ণেল হিসাবে তিনি ১১ গোর্খা রাইফেলসের কমান্ড দিতেন। কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসে ব্রিগেডিয়ার হিসাবেই তিনি কমান্ড দিতেন। জাতিসঙ্ঘের শান্তি বাহিনীরও অংশ ছিলেন তিনি। (PTI Photo) (ANI)
4/6উত্তম যুদ্ধ সেবা মেডেল, সেনা মেডেল, যুদ্ধ সেবা মেডেলপ্রাপ্ত ছিলেন তিনি। (PTI Photo) (ANI)
5/6সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল ও ন্যাশানাল ডিফেন্স আকাদেমির প্রাক্তনী। সোর্ড অফ অনার সম্মানপ্রাপ্তি হয়েছিল তাঁর। REUTERS (ANI)
6/6দেশে বিদেশে বীরত্বের ও সাফল্যের নানা নজির গড়েছিলেন তিনি. (ANI Photo) (ANI)