২০২৪ লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে দেশের নামী ৫ এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত FCRA লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় সরকার। দেশের তাবড় এই ৫ নামজাদা এনজিওগুলি হল- সিএনআই সিনোডিকাল বোর্ড অফ সোশ্যাল সার্ভিস, ভলেন্টারি হেল্থ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইন্দো গ্লোবাল সোশ্যাল সার্ভিস সোসাইটি, চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন, ইভানজেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়া। এই ৫ তাবড় স্বেচ্ছাসেবী সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করে দিয়েছে কেন্দ্র।
কয়েক বছর আগেই, স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বৈদেশিক অনুদান পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম বেধে দেওয়া হয়। কেন্দ্রের তরফে এই বিধিগুলি সামনে আনা হয়েছিল। সেই বিধিতে বলা হয়েছিল, যেকোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে সংস্থার আধিকারিক ও কর্মচারীদের সরকারকে জানাতে হবে যে তাঁদের উপর কখনও কোনও ধর্মান্তরকরণের মামলা চালানো হয়নি। বা সেই সংক্রান্ত মামলায় তাঁরা দোষী হননি। বিদেশি অনুদান সংক্রান্ত যে অ্যাক্ট ২০১১ সালে ছিল তার আওতাধীন নিয়মে সেবার পরিবর্তন আনা হয়েছিল। প্রসঙ্গত, এবার জানা যাচ্ছে, যে ৫ সংস্থার লাইসেন্স সরকার বাতিল করেছে বিদেশি অনুদানের ক্ষেত্রে সেগুলির বিরুদ্ধে অনুদানের টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
এদিকে, এই ৫ স্বেচ্ছাসেবী সংস্থার লাইসেন্স এফসিআরএ লাইসেন্স বাতিলের খবর সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। প্রসঙ্গত, সিনোডিকাল বোর্ড অফ সোশ্যাল সার্ভিসেস (সিএনআই-এসবিএসএস) ১৯৭০ সালে চার্চ অফ নর্থ ইন্ডিয়া (সিএনআই) প্রতিষ্ঠার সাথে সাথে প্রতিষ্ঠিত হয়েছিল এবং চার্চের সরকারী গ্রামীণ উন্নয়ন শাখা হিসাবে কাজ করেছিল। গত বছরের ডিসেম্বরে, দিল্লি ভিত্তিক চার্চ অফ নর্থ ইন্ডিয়া (সিএনআই) এর লাইসেন্স বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রক। চার্চ অফ নর্থ ইন্ডিয়া এবং তারসঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রতিষ্ঠান ইডির স্ক্যানারে ছিল আর্থিক দিক ঘিরে। ইডি এই মামলায় বেশ কিছু তল্লাশি অভিযানও চালায়। পরবর্তীকালে তা চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন হিসাবে উঠে আসে। জানা যাচ্ছে, চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন বিভিন্ন দেশ থেকে তাদের অনুদান পায়। জার্মানি, আমেরিকা, সুইডেনের থেকে এই প্রতিষ্ঠান পায় অনুদান।
(বিস্তারিত আ)