বাংলা নিউজ > ঘরে বাইরে > কেদারনাথে যাওয়ার আগে ওজন কমাতে হবে! নয় তো খরচ ডবল

কেদারনাথে যাওয়ার আগে ওজন কমাতে হবে! নয় তো খরচ ডবল

ফাইল ছবি: এএনআই (ANI)

নির্দেশিকায় বলা হয়েছে যে ৮০ কিলোর বেশি ওজনের যাত্রীদের অতিরিক্ত চার্জ হিসাবে প্রতি কেজি ১৫০ টাকা করে দিতে হবে। ওজন যদি ১২০ কেজির বেশি হয়, সেক্ষেত্রে ভাড়া ধরা হবে দু'জনের সমান।

কোভিড কেটে ফের জমজমাট কেদারনাথ। পর্যটকরা ফের কেদারনাথ যাত্রার শুরু করেছেন। হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি এটি। উত্তরাখণ্ডে ১২ হাজার ফুট উচ্চতায় রুদ্র হিমালয় রেঞ্জে অবস্থিত এই মন্দির। প্রায় ১৮ কিলোমিটার ট্রেক করে যেতে হয়। তবে হেলিকপ্টারের মাধ্যমেও যাওয়া যায়। দর্শকদের মধ্যে বেশিরভাগই হেঁটে যান। তবে হেলিকপ্টার রাইডেরও কিন্তু তুমুল চাহিদা রয়েছে।

কিন্তু সবাই এই হেলিকপ্টারে চড়তে পারবেন না। তার জন্য রয়েছে একটি নির্দিষ্ট সীমা। কেমন? হেলিকপ্টারে চড়ে কেদারনাথ মন্দিরে যেতে হলে, ওজন ৮০ কিলোগ্রামের কম হতে হবে। এক সাম্প্রতিক নির্দেশিকাতে, এই ঘোষণা করা হয়েছে।

তবে তার মানে এই নয় যে, এর চেয়ে বেশি ওজনের যাত্রীরা হেলিকপ্টারে চড়তে পারবেন না। তবে তার জন্য রয়েছে বিশেষ শর্ত।

নির্দেশিকায় বলা হয়েছে যে ৮০ কিলোর বেশি ওজনের যাত্রীদের অতিরিক্ত চার্জ হিসাবে প্রতি কেজি ১৫০ টাকা করে দিতে হবে। ওজন যদি ১২০ কেজির বেশি হয়, সেক্ষেত্রে ভাড়া ধরা হবে দু'জনের সমান।

হেলিকপ্টার পরিষেবার প্রদানকারী সংস্থা

বিভিন্ন সংস্থা যেমন, পবন হংস, পিনাকল এয়ার, হেরিটেজ এভিয়েশন এই হেলিকপ্টার পরিষেবা দেয়। একতরফা যাত্রা বা রাউন্ড ট্রিপের অপশন রয়েছে। তীর্থযাত্রীরা অনেক জায়গা থেকেই হেলিকপ্টারে চড়তে পারেন - ফাটা, সেরসি, সীতাপুর, গুপ্তকাশী, দেরাদুন।

হেলিকপ্টারের ভাড়াও সাধ্যের মধ্যে

হেলিকপ্টারে যাওয়ার জন্য মাথাপিছু রিটার্ন ট্রিপের ভাড়া ৬,৫০০- ৮,০০০ টাকার মধ্যে। তবে টিকিটের দাম চাহিদা অনুযায়ী কিছুটা ওঠানামা করে। খালি যাওয়া বা ফেরার জন্য টিকিটের দাম ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা।

বন্ধ করুন