বাংলা নিউজ > ঘরে বাইরে > China renames Arunachal's 11 places: সীমান্ত সংঘাতের মধ্যে উস্কানি চিনের! পালটে দিল ভারতের অরুণাচলের ১১ জায়গার নাম

China renames Arunachal's 11 places: সীমান্ত সংঘাতের মধ্যে উস্কানি চিনের! পালটে দিল ভারতের অরুণাচলের ১১ জায়গার নাম

অরুণাচল প্রদেশের সেলা পাসের কাছে এক মহিলা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

China renames Arunachal's 11 places: ভারতের তরফে বরাবরই জানানো হয়েছে যে ‘অরুণাচল প্রদেশ হল ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ’। যদিও তারইমধ্যে অরুণাচলের ১১ টি জায়গার নাম পালটে দিয়েছে চিন।

অরুণাচল প্রদেশের ১১ টি জায়গার নাম পালটে দিল চিন। কয়েক দশক ধরেই যে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসে বেজিং। নয়াদিল্লিও বরাবর স্পষ্টভাবে জানিয়ে আসছে যে ‘অরুণাচল প্রদেশ হল ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ’। সেই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহলের মতে, চিনের সেই পদক্ষপের ফলে ভারত এবং চিনের মধ্যে সংঘাত আরও বাড়তে চলেছে। যদিও অরুণাচল নিয়ে চিনে একতরফা পদক্ষেপ নিয়ে আপাতত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত।

রবিবার চিনের নগর বিষয়ক মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মন্ত্রিসভার নির্দিষ্ট নিয়ম মেনে অরুণাচল প্রদেশের (চিন বিজ্ঞপ্তিতে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে) কয়েকটি ভৌগোলিক এলাকার নামকরণ করা হয়েছে। অর্থাৎ এবার থেকে চিনা মানচিত্রে অরুণাচলের ওই জায়গাগুলির নাম মান্দারিনের হরফে লেখা থাকবে।

আরও পড়ুন: Narendra Modi to Armed Forces: 'নয়া হুমকির জন্য প্রস্তুত থাকুন', সামরিক বাহিনীকে তাৎপর্যপূর্ণ বার্তা মোদীর

সেই রেশ ধরে চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রবিবার ‘দক্ষিণ তিব্বতের’ যে ১১ টি জায়গার 'সরকারি' নামকরণের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়েছে। দুটি সমতল এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ এবং দুটি নদীর নামকরণ করেছে চিন। সেইসঙ্গে ওই জায়গাগুলির নামের শ্রেণিবিভাগ এবং সেগুলির অন্তর্গত প্রশাসনিক জেলারও তালিকাভুক্ত করা হয়েছে। 

ওই প্রতিবেদনে চাইনিজ অ্যকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস, ইনস্টিটিউট অফ চাইনিজ বর্ডারল্যান্ড স্টাডিজের ঝ্যাং ইয়ংপ্যান দাবি করেছেন, যে এলাকাগুলির নামকরণ করা হয়েছে, সেগুলি চিনের 'সার্বভৌমত্বের' মধ্যে পড়ে।

আরও পড়ুন: S Jaishankar on Indo-China Relationship: 'সম্পর্ক স্বাভাবিক হতে পারে না, LAC-তে উত্তেজনা রয়েছে', চিন ইস্যুতে অকপট জয়শংকর

তবে এই প্রথম নয়, আগেও একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় নাম পালটে দেওয়ার ঘোষণা করেছে চিন। ২০১৭ সালের এপ্রিল এবং ২০২১ সালের ডিসেম্বরেও একইভাবে অরুণাচল প্রদেশের একাধিক জায়গা পালটানোর ঘোষণা করেছিল বেজিং। যে দু'বারই চিনের সেই পদক্ষেপের তুমুল নিন্দা করেছিল ভারত। সেইসময় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছিল, ‘অরুণাচল প্রদেশ হল ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ।’

এমনিতে ২০২০ সালের এপ্রিল-মে থেকে ভারত ও চিনের সীমান্ত সংঘাত তীব্র হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাত শুরু হয়। সেই সংঘাতের রেশ ধরে গালওয়ানে সংঘর্ষ হয়েছিল। শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় জওয়ান। চিনের অনেক ফৌজির মৃত্যু হয়েছিল। যদিও সংখ্যাটা প্রকাশ করেনি বেজিং। পরবর্তীতে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ের বৈঠকের পর কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। তারইমধ্যে অরুণাচল সীমান্তেও সংঘাত শুরু হয়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

পরবর্তী খবর

Latest News

‘উৎসবে ফিরে আসুন…’ পুজো অনুদান ‘না নিলে ছেড়ে দিন, অন্যদের দেব,’ কড়া মমতা Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো বর্তমান প্রজন্ম যে হিন্দি ছবির গান শোনে তা গুলজারের ভাষায় ‘সবই পা কাঁপানো…'! ‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের! ‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.