বাংলা নিউজ > ঘরে বাইরে > CM Promise on OPS: 'আমরা সরকারে না থাকলেও...', সরকারি কর্মীদের পেনশন নিয়ে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

CM Promise on OPS: 'আমরা সরকারে না থাকলেও...', সরকারি কর্মীদের পেনশন নিয়ে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

পেনশন নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি (AFP)

অনেক অ-বিজেপি শাসিত রাজ্যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হয়েছে। এই আবহে সরকারি কর্মীদের আশ্বস্ত করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাঁর প্রতিশ্রুতি, ওপিএস যাতে রাজ্যে জারি থাকে, তার জন্য আইন আনা হবে।

পুরনো পেনশন স্কিমের দাবিতে বিগত দিনে আন্দোলনে নেমেছিলেন সরকারি কর্মীরা। দিল্লিতে কয়েক সপ্তাহ আগে একটি মহামিছিলও হয়। এরই মাঝে অনেক অ-বিজেপি শাসিত রাজ্যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হয়েছে। রাজস্থানেও কার্যকর হয়েছে ওপিএস। এই আবহে সরকারি কর্মীদের আশ্বস্ত করে বড় ঘোষণা অশোক গেহলটের। সরকারি কর্মীদের উদ্দেশে গেহলটের প্রতিশ্রুতি, ওপিএস যাতে রাজ্যে জারি থাকে, তার জন্য আইন আনা হবে। তিনি বলেন, 'যদি বিজেপি রাজস্থানে সরকারে আসে তাহলে ওপিএস তুলে দেবে। আমরা নতুন সরকার গঠন করলে বিধানসভায় এমন আইন আনব যাতে ওপিএস কখনও তোলা না যায়।'

বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় পেনশন স্কিম এবং পুরোনো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে। বহু ক্ষেত্রেই সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করেছে। এই আবহে গত অক্টোবরে 'পেনশন শঙ্খনাদ মহাব়্যালি'-র ডাক দেওয়া হয়েছিল। সরকারি কর্মীদের বক্তব্য, এনপিএস-এর অধীনে অবসর গ্রহণের পরে তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তারা। এই আবহে মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মীদের দাবির পক্ষে মত দিয়েছেন। এদিকে কর্ণাটকের কংগ্রেস সরকারও ওপিএস কার্যকর করার জন্যে কমিটি গঠন করেছে।

ওপিএস বনাম এনপিএস

কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে - এই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে। সেখানে পুরনো ব্যবস্থায় শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়। যা নির্ধারিত ছিল। সেইসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও মিলত এতে। এদিকে নয়া পেনশন প্রকল্পের আওতায় নিজের কর্মজীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন কর্মচারীরা, অবসরের সময় সেটার ৬০ শতাংশ টাকা তোলা যায়। যে টাকা তুললে কর দিতে হয় না। বাকি ৪০ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, শেষ যে বেতন তুলেছিলেন সরকারি কর্মচারী, সেটার ৩৫ শতাংশের মতো পেনশন বাবদ পাওয়া যায়। তবে সেটা যে মিলবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কারণ পুরোটাই বাজারের উপর নির্ভর করে।

সরকারি কর্মীদের একাংশের বক্তব্য, পুরনো পেনশন প্রকল্পে কোনও ঝুঁকি নেই। নয়া পেনশন প্রকল্পে ঝুঁকি আছে। যদিও অপর অংশের বক্তব্য, ন্যাশনাল পেনশন স্কিম যে বাজার-নির্ভর, তা ঠিক। কিন্তু দীর্ঘকালীন ক্ষেত্রে তাতে বেশি লাভবান হবেন কর্মীরা। তবে ঝুঁকি নিতে নারাজ অধিকাংশ সরকারি কর্মী। এই আবহে একাধিক রাজ্যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার পক্ষে দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এর আগে ২০০৩ পর্যন্ত বাজেট বরাদ্দ থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিল সরকার। তবে বাজপেয়ী জমানায় চালু হয় ন্যাশনাল পেনশন সিস্টেম। ২০০৪ সালের ১ এপ্রিল থেকে চালু হয় এনপিএস। এই নয়া ব্যবস্থায় সরকারের আর্থিক বোঝা হালকা হয়। প্রাথমিক ভাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য ছিল। পরবর্তীতে সব রাজ্য সরকারি কর্মীদের জন্য তা প্রযোজ্য হয়। তবে বিগত কয়েক বছরে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচলপ্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যে নতুন করে চালু হয়েছে ওপিএস।

ঘরে বাইরে খবর

Latest News

পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার মাধ্যমিকের প্রথম ১০-এ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬, মেধাতালিকায় কলকাতার মাত্র ১ ইরফান বেঁচে থাকলে ২০২৪ সালে কী আলোচনা হত দুজনের মধ্যে, কান্নাভেজা পোস্ট সুতপার ‘‌সেলফ স্টাডিই এই সাফল্য নিয়ে এসেছে’‌, মাধ্যমিকে তৃতীয় হয়ে জানালেন নৈঋতরঞ্জন আর দেখা যাবে না দাদাগিরি, শেষ হল সৌরভের সঞ্চালনার সফর! কবে গ্র্যান্ড ফিনালে গরমকালে কেন পান করবেন পুদিনা পাতার শরবৎ? শুধু রিফ্রেশমেন্ট না অন্য কারণও রয়েছে ‘দেশের হয়ে খেলা আমার গন্তব্য নয়’, কেন এমন বললেন ঋষভ পন্ত? ৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন, হতে চায় ডাক্তার ‘‌আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই’‌, মাধ্যমিকে প্রথম হয়ে ইচ্ছা চন্দ্রচূড়ের পাশ ৭৬৫২৫২ পরীক্ষার্থী, মাধ্যমিকে এবার পূর্ব মেদিনীপুরকে পিছনে ফেলল উত্তরের জেলা

Latest IPL News

পক্ষপাতদুষ্ট ভারতীয় নির্বাচকরা, গিলকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ বিশ্বকাপজয়ী তারকার IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস! মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- LSG ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.