কর্ণাটকের কোপ্পালে সাম্প্রদায়িক দাঙ্গার জেরে ২ জনের মৃত্যুর খবর উঠে এসেছে। ঘটমার পর থেকেই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। জানা গিয়েছে বাল্মিকী সমাজ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সেখানে সংঘাত গুরুতর রূপ নেয়। বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দূরে হুলিদের গ্রামে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে যায়।
৬০ বছর বয়সী ভেঙ্কাপ্পা ও ২২ বছরের বাসা নামের ২ জন এই সংঘর্ষে মারা গিয়েছেন বলে খবর। এছাড়াও আহত হয়েছেন ৪ জন। জানা গিয়েছে, দুই সম্প্রদায়ের মানুষ বাঁশ রড নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর থেকেই নতুন করে সংঘর্ষ শুরু হয়। গোটা ঘটনার সূত্রপাত এক প্রেমের ঘটনা ঘিরে। জানা গিয়েছে, এক হিন্দু বাল্মিকী সম্প্রদায়ের পরিবারের নাবালকের সঙ্গে মুসলিম পরিবারের নাবালিকার প্রেম ঘিরে দুই সম্প্রদায়ের সংঘাত শুরু হয়। জানা যায়, মহরমের সময় ওই ছেলেটি যায় নাবালিকার সঙ্গে দেখা করতে। তারা পালানোর চেষ্টা করছিল বলে খবর। আর তা থেকেই দাঙ্গার অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে বলে খবর। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের কৃতী ড: চন্দ্রনাথ ভুগেছেন বিবেক দংশনে! কী ঘটেছিল সেদিন?
স্থানীয় কনকগিরি পুলিশ স্টেশন জানিয়েছে, ওই নাবালক ও নাবালিকাকে ফিরিয়ে আনা হয়। তাঁদের পুলিশ ধরে এনে সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেয়। ওদিকে, মেয়েটির ফিরে আসা ঘিরে তাঁর পরিবারের তুলকালাম পরিস্থিতি হয়। জানা গিয়েছে, আপাতত এলাকায় শান্তি বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।