সামনেই লোকসভা নির্বাচন। দরজায় কড়া নাড়ছে একাধিক রাজ্যের বিধানসভা ভোট। তার আগে বড় প্রশ্ন সংখ্যালঘু ভোট কতটা এককাট্টা করতে পারে কংগ্রেস? কিন্তু এসব প্রশ্ন ওঠার আগেই সব হিসেব গুলিয়ে দিলেন এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তেলেঙ্গানার কংগ্রেস সভাপতি রেভনাথ রেড্ডিকে নিশানা করে তির ছুঁড়েছেন তিনি।
মিম প্রধান কংগ্রেস সভাপতি রেভনাথ রেড্ডি প্রসঙ্গে জানিয়েছেন, তার নাম হল আরএসএস আন্না। আরএসএসেই তার রাজনৈতিক জীবন শেষ করবেন। আরএসএসকে তিনি ছাড়বেন না। আজ হায়দরাবাদে কংগ্রেসের যে সদর দফতর গান্ধীভবন সেটা মোহন ভাগবত কন্ট্রোল করেন। তাঁর (রেভনাথ রেড্ডি) মুখ থেকে যে ঘৃণাসূচক ভাষণ বের হয় কুর্তা পায়জামা, মাথায় টুপি, দাড়ি এগুলি সব আরএসএসের কথা। এটা হিটলারের নাৎসিবাদের কথা। এই যে সংখ্যালঘুদের উপর হামলা সেটা প্রথম হয় তার পরিধেয় বস্ত্রের উপর। ঘৃণাসূচক বক্তব্যের মাধ্যমে। …আরএসএসের লোক তিনি। তিনি ঘৃণা ছড়ান। তিনি খুলে বলুন কুর্তা, পায়জামা, শেরওয়ানি পরা আমাদের চলবে না। তুমি আরএসএস। তুমি কুর্তা পায়জামার কথা বলছ। ইন্দিরা গান্ধী আমাদের দলের সদর দফতরে এসেছিলেন। উপ নির্বাচনের সময় একবার এসেছিলেন।
যাদের দাড়ি থাকে টুপি পরে তাদের ঘৃণা করছেন? সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন মিম প্রধান। কংগ্রেস নেতাকে নিশানা করে তির ছুঁড়েছেন মিম প্রধান।
কিন্তু তেলেঙ্গানার কংগ্রেস প্রধান রেভানাথ রেড্ডি ঠিক কী বলেছিলেন?
তিনি মিম প্রধানকে নিশানা করে জানিয়েছিলেন, তিনি শেরওয়ানির নীচে খাঁকি রঙের অন্তর্বাস পরেন। এরপর তার পালটা দিলেন মিম প্রধান। একেবারে জোরালো আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, হায়দরাবাদে কংগ্রেসের যে সদর দফতর গান্ধীভবন সেটা মোহন ভাগবত কন্ট্রোল করেন। তাঁর মুখ থেকে যে ঘৃণাসূচক ভাষণ বের হয় কুর্তা পায়জামা, মাথায় টুপি, দাড়ি এগুলি সব আরএসএসের কথা। এটা হিটলারের নাৎসিবাদের কথা। এই যে সংখ্যালঘুদের উপর হামলা সেটা প্রথম হয় তার পরিধেয় বস্ত্রের উপর। ঘৃণাসূচক বক্তব্যের মাধ্যমে এসব করা হয় বলে মিম প্রধানের দাবি।