কোভিড কি আবার থাবা বসাচ্ছে দেশে? আবার কি কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে গোটা দেশ জুড়ে? ফের এনিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এসবের মধ্য়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শুক্রবার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে সকলকে সতর্ক থাকতে হবে। কোভিড মোকাবিলার জন্য সকলকে তৈরি থাকতে হবে। সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন, জরুরী ভিত্তিতে হটস্পটগুলিকে চিহ্নিত করতে হবে। পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। কোভিড মোকাবিলার ক্ষেত্রে হাসপাতালগুলি কতটা তৈরি রয়েছে সেটা খতিয়ে দেখার ব্যাপারেও বলা হয়েছে।
মান্ডব্য রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন আগামী ১০ ও ১১ এপ্রিল গোটা দেশ জুড়ে কোভিড মোকাবিলায় মক ড্রিল করা হবে। সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।
সমস্ত রাজ্যকে অনুরোধ করা হয়েছে এমার্জেন্সি হটস্পটগুলিকে চিহ্নিত করতে হবে। মূলত যে সমস্ত জায়গা থেকে কোভিড ছড়াতে পারে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেতে হবে। হাসপাতালগুলি কোভিড মোকাবিলার ক্ষেত্রে কতটা তৈরি রয়েছে সেটা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ৬,০৫০ কোভিড আক্রান্তের খবর মিলেছে।
এদিকে পরিসংখ্যান বলছে গত কয়েকদিন ধরে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। কোভিডের গ্রাফ উর্ধমুখী। আগের হিসাবে দেখা যাচ্ছে গত ১ এপ্রিল কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২৯৯৪জন, ২ এপ্রিল ৩৮২৪, এপ্রিল ৩ তারিখে সেই সংখ্যা এসে দাঁড়ায় ৩৬৪১জন, ৪ এপ্রিল কোভিড আক্রান্তের সংখ্যা ৩০৩৮জন, ৫ এপ্রিল সেই সংখ্য়া দাঁড়িয়েছিল ৪৪৩৫জন।
সব মিলিয়ে প্রচন্ড গরমের মাঝে ফের কোভিডকে ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। তবে সরকার এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছে না। কারণ বিগতদিনে দেখা গিয়েছিল কোভিড পরিস্থিতি একেবারে লাগামছাড়া হয়ে গিয়েছিল। কার্যত মৃত্যু মিছিল দেখা গিয়েছিল গোটা বিশ্বজুড়ে। এই দেশও তার ব্যতিক্রমী নয়। তবে শেষ পর্যন্ত কোভিডের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে ভারত। সেক্ষেত্রে কোভিড মোকাবিলার ক্ষেত্রে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। আপাতত মক ড্রিলের মাধ্যমে নিজেদের প্রস্তুতি কতটা সেটা যাচাই করে নিতে চাইছে সরকার। সেই মর্মেই সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।