রাত পোহালেই বড়দিন। বছর শেষের আনন্দে গা ভাসাচ্ছেন আম জনতা। আর সেই সময়টাতেই সামনে আসছে কোভিডকে ঘিরে উদ্বেগ। হাটে বাজারে, জমায়েতে, চায়ের দোকানে, বাড়ির অন্দরমহলে একটাই আলোচনা কোভিড কি ফের ফিরছে?আবার কি ফিরছে মাস্কের দিন? এবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ কোভিড মোকাবিলা নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে,সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে কোভিড সংক্রান্ত মক ড্রিল করতে হবে। আগামী ২৭ ডিসেম্বর এই মক ড্রিলের আয়োজন করতে হবে বলে জানানো হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, আগামীদিনগুলোতে কোভিডের বাড়বাড়ন্ত শুরু হলে তা মোকাবিলার মতো পরিকাঠামো দেশজুড়ে কতটা তৈরি আছে সেটাই যাচাই করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মোটের উপর কোভিড মোকাবিলায় কতটা তৈরি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি তারই একবার মহড়া হবে আগামী ২৭ ডিসেম্বর।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কোভিডের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। এর জেরে বিভিন্ন রাজ্যে জনস্বাস্থ্য ব্যবস্থা কতটা কার্যকরী রয়েছে সেটা খতিয়ে দেখা হবে।
সেক্ষেত্রে আগামী ২৭ ডিসেম্বর দেশের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ও কোভিড চিকিৎসার জন্য ব্যবহৃত চিকিৎসাকেন্দ্রে এই মক ড্রিল করা হবে।
এই চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড মোকাবিলার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি কতটা তৈরি সেটাই পরখ করে দেখা হবে। এক্ষেত্রে একাধিক ক্ষেত্রে ফোকাস করা হচ্ছে।
১)সমস্ত জেলাতে কোভিড মোকাবিলার পরিকাঠামো কতটা সেটা দেখা হবে।
২) বেড কতটা রয়েছে সেটা দেখা হবে।
৩)ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী কতটা রয়েছে।
৪) কোভিড মোকাবিলার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা কতটা প্রশিক্ষিত সেটাও দেখা হবে।
৫)অ্যাম্বুল্যান্স সহ লাইফ সাপোর্টিং সিস্টেমগুলো খতিয়ে হবে।
৬)কোভিড পরীক্ষার নানা দিক সম্পর্কে খতিয়ে দেখা হবে।
৭) প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, লিকুইড অক্সিজেন সিস্টেম কতটা কার্যকরী সেটাও দেখা হবে।
৮)পিপিই কিট, এন-৯৫ মাস্কের যোগান সম্পর্কেও খতিয়ে দেখা হবে।
জেলাশাসকের তত্ত্বাবধানে এই মক ড্রিল হবে। কোভিড মোকাবিলার ক্ষেত্রে কতটা পারদর্শী হয়েছে সংশ্লিষ্ট এলাকা সেই সংক্রান্ত একটি অনলাইন ফর্ম পূরণ করা হবে।
এর সঙ্গেই মোক্ষম নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সমস্ত জেলা থেকে ২৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য় নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে।