বাংলা নিউজ > ঘরে বাইরে > Durga Puja: ২০২৪ দুর্গাপুজোয় সোনার চালচিত্র দিয়ে প্রতিমা সাজানোর পরিকল্পনা এই পুজো কমিটির

Durga Puja: ২০২৪ দুর্গাপুজোয় সোনার চালচিত্র দিয়ে প্রতিমা সাজানোর পরিকল্পনা এই পুজো কমিটির

কটকের চৌধুরী বাজার দুর্গাপুজো ঘিরে উন্মাদনা। (প্রতীকী ছবি) (HT)

ওড়িশার চৌধুরী বাজারের পরের বছরের দুর্গাপুজোয় ঠাকুরের চালচিত্র সোনার তৈরি হবে বলে খবর। এমনই পরিকল্পনার পথে এগোচ্ছে পুজো কমিটি। উল্লেখ্য, বর্তমানে সেখানে ঠাকুরের চালচিত্র রুপোর তৈরি।

২০২৩ দুর্গাপুজোর উৎসবের সূর্য প্রায় মধ্যগগনে। সপ্তমী রাত পার মানেই অষ্টমী শুরুর পালা। আর অষ্টমী মানেই সকাল থেকে পুষ্পাঞ্জলীর তোড়জোড়, বিকেল হলেই ঠাকুর দেখা। এরপর নবমীর নিশিকে না যেতে দেওয়ার করুণ আকুতি। পরে দশমী আসতেই সিঁদুর খেলা। প্রতিবারই এই নিয়মে পার হয়ে যায় দুর্গাপুজো। আর পরের বছরের জন্য শুরু হয় অপেক্ষা। শুরু হয় পরের বছরের দুর্গাপুজোর পরিকল্পনা। সেই নিয়মেই ওড়িশার কটকের এক পুজোয় পরের বছরের ঠাকুর ঘিরে পরিকল্পনা হয়ে গেল।

ওড়িশার চৌধুরী বাজারের পরের বছরের দুর্গাপুজোয় ঠাকুরের চালচিত্র সোনার তৈরি হবে বলে খবর। এমনই পরিকল্পনার পথে এগোচ্ছে পুজো কমিটি। উল্লেখ্য, বর্তমানে সেখানে ঠাকুরের চালচিত্র রুপোর তৈরি। ওড়িশার দুর্গাপুজোয় এই পুজো কমিটি কার্যত ট্রেন্ড সেটার। ১৯৫৬ সালে এই পুজোই প্রথমবার রুপোর ফিলিগ্রি ব্যবহার করে। পরে দেবীর সাজে আসে সোনার গয়না। আসে সোনার মুকুট। এমনকি মহিষাসুরের গয়নাও সেখানে সোনার।

( Weather Rain Forecast in WB:পুজোর শেষ লগ্নে নিম্নচাপের ভ্রূকুটি! বৃষ্টি কোন কোন জেলায়? অষ্টমীর আবহাওয়ার পূর্বাভাস একনজরে)

এই পুজোয় প্রতি বছরই ভক্তরা সোনার গয়না বা রুপোর গয়না মানত হিসাবে অর্পণ করেন। শোনা যায়, এই দেবী অত্যন্ত জাগ্রত। সেই থেকেই দর্শনার্থীদের বিশ্বাস রয়েছে। পুজো কমিটি বলছে, আগামী বছরে তারা চাইছে চালচিত্রের উপরের ভাগের অংশে বেশ কিছুটা জায়গা হবে সোনার। সেক্ষেক্রে ২ কেজি সোনা ব্যবহৃত হবে বলে খবর। এর আগে চালচিত্রের উপরে ৯ টি কলিকা সোনার হিসাবে রাখা হয়ে থাকে। তবে পরের বছর থেকে এই কলিকা ১১ টি হবে। উল্লেখ্য, এই চালচিত্রে যে রুপোর কারুকার্য করা অংশ রয়েছে, তার নৈপূণ্য আবর্ণনীয়। এছাড়া ২.৫ কুইন্টাল রুপো ও সোনা দিয়ে তৈরি এই চালচিত্র এখানের অন্যতম আকর্ষণ। ফলে কটকের এই দুর্গাপুজো সমান তালে টক্কর দিচ্ছে প্রতিবেশী ওড়িশার এই পুজো। ফলে ২০২৪ দুর্গাপুজোয় কতটা  তাক লাগাতে পারে সেদিকে তাকিয়ে অনেকেই।

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ জেতার আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমন! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে কিছুটা বেশি বৃষ্টি ৪ জেলায়, চতুর্থী থেকেই ‘খেলা’ ঘুরছে, তারপরে ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.