শনিবার থেকে জি-২০ সম্মেলন শুরু হচ্ছে নিউ দিল্লিতে। এদিকে সেই সম্মেলন উপলক্ষ্য়ে বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে সোশ্য়াল মিডিয়ায় নানা বিভ্রান্তি ছড়িয়েছে। ঠিক কোথায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে তা নিয়ে দিল্লির সাধারণ মানুষও কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন।
তবে দিল্লি ট্রাফিক পুলিশ অবশ্য এনিয়ে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। কেবলমাত্র এনডিএমসির একটি ছোট্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। গোটা দিল্লিতে কোথাও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়নি। গোটা দিল্লি খোলা রয়েছে। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে পাঁচটি প্রশ্নকে তুলে ধরা হয়েছে। তার জবাব পেলেই জেনে নিতে পারবেন জি-২০ সম্মেলনের জন্য ঠিক কী ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ রয়েছে দিল্লিতে। রাস্তায় বের হওয়ার আগেই প্রতিবেদনটা পড়ে নিন। অত্যন্ত কাজে লাগবে।
১) গোটা দিল্লিতে কি ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে?
উত্তর-এটা পুরো ভুল। এনডিএমসির কিছু জায়গা ছাড়া গোটা দিল্লি পুরো খোলা। প্রগতি ময়দান ও তার সংলগ্ন জায়গা ছাড়া পুরো দিল্লি খোলা। কেবলমাত্র আপনি রিং রোড দিয়ে যেতে পারবেন না।
২) এনসিআর থেকে দিল্লির পথে কি কোনও বাধা রয়েছে?
উত্তর- এনসিআরএর যেকোনও শহর থেকে দিল্লি আসতে পারবেন।
৩) সব অফিস স্কুল কি বন্ধ?
এনডিএমসি এলাকায় বেসরকারি ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। বাকি দিল্লিতে সব খোলা। রবিবার পর্যন্ত গোটা দিল্লিতে স্কুল বন্ধ রাখা হয়েছে।
৪) নিউ দিল্লি এলাকায় কি রোগী নিয়ে যাওয়া যাবে?
উত্তর-এমার্জেন্সির ক্ষেত্রে যাতায়াতের কোনও বাধা নেই। স্বাস্থ্য সংক্রান্ত নথি দেখালেই সব ছাড়।
৫) দিল্লিতে কি যাত্রী পরিবহণ স্বাভাবিকভাবে চলছে?
গোটা দিল্লিতে মেট্রো, বাস, ক্যাব সব চলছে। কিছু জায়গায় বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কেবলমাত্র সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
৮-১০ সেপ্টেম্বর মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। ভোর চারটে থেকে মেট্রো চলবে। ভিভিআইপিদের জন্য ৫-১০ মিনিট মেট্রোর গেট বন্ধ থাকতে পারে। কোথাও যেতে হলে দিল্লিতে এই কয়েকদিন মেট্রোতে যাওয়াটাই ভালো।