বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Services Bill: প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে নাম দিয়েছে সম্মতি ছাড়াই, নালিশ ৫ এমপির

Delhi Services Bill: প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে নাম দিয়েছে সম্মতি ছাড়াই, নালিশ ৫ এমপির

আপ সাংসদ Raghav Chadha  (ANIPhoto) (ANI)

এবার প্রস্তাবিত সিলেক্ট কমিটি নিয়ে নয়া ইস্যু মাথাচাড়া দিল। জেনে নিন সবটা।

সম্মতি ছাড়াই দিল্লি সার্ভিস বিলের প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে একাধিক এমপির নাম রাখা হয়েছে। বিস্ফোরক অভিযোগ তুললেন ৫ এমপি।সংসদে দাঁড়িয়ে তাঁরা এই অভিযোগ করেন। 

তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সোমবার এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে দিল্লি সার্ভিস বিল বা দিল্লি পরিষেবা বিলের বিষয়টি খতিয়ে দেখার জন্য আপ নেতা রাঘব ছাধা সিলেক্ট কমিটির প্রস্তাব দিয়েছেন। তবে এবার প্রস্তাবিত সিলেক্ট কমিটি নিয়ে নয়া জটিলতা।

প্রসঙ্গত গভর্নমেন্ট অফ ন্যাশানাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি( সংশোধনী) বিল ৭ অগাস্ট পাস করা হয়েছে। ১৩১ জন সদস্য এই বিলের পক্ষে ভোট দেন। ১০২জন এর বিরুদ্ধে ভোট দেন।বিজেডি ও YSRCP এই বিলকে সমর্থন জানিয়েছেন।

ডেপুটি চেয়ারম্যান প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে কাদের নাম যুক্ত রয়েছে সেটা ঘোষণা করেন ডেপুটি চেয়ারম্যান। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, পাঁচজন সদস্য অভিযোগ করেছেন যে আপ নেতা যে প্রস্তাব দিয়েছেন তাতে পাঁচ জন নেতার সই ছাড়াই সেই নাম যুক্ত হয়েছে।

তিনি দাবি করেন, যে এই ধরনের অভিযোগ নিয়ে তদন্ত করা হোক। এটিকে প্রিভিলেজ কমিটিতে পাঠানো দরকার বলেও তিনি মন্তব্য করেন।

অমিত শাহ সাফ জানিয়ে দেন কারা সই করেছেন সবগুলি নিয়ে তদন্ত হওয়া দরকার। সেই সঙ্গেই আপ নেতৃত্বকে একহাত নেন তিনি। তাঁর কথায়, সংসদের কার্যক্রমেও প্রতারণা করছে আপ। কিন্তু কোন তিন সদস্য দাবি করলেন যে তাঁদের নাম সিলেক্ট কমিটিতে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনও সম্মতি ছিল না। সেই নামগুলি এবার জেনে নিন।

বিজেডির সস্মিত পাত্র, এআইএডিএমকের এম থাম্বিদুরাই, ও বিজেপির এস ফাঙ্গনুন কোনায়ক, নরহরি আমিন, ডাঃ সুধাংশু ত্রিবেদী অভিযোগ জানিয়েছেন সম্মতি ছাড়াই তাঁদের নাম প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে রাখা হয়েছে। কিন্তু সেখানে তাঁদের কোনও সম্মতি নেওয়া হয়নি। এনিয়ে অন্তত তিনজন এমপি একেবারে সংসদে উঠে দাঁড়িয়ে জানিয়ে দেন, প্রস্তাবিত সিলেক্ট কমিটিতে তাঁদের নাম রাখার ক্ষেত্রে তাঁদের কোনও সম্মতি নেওয়া হয়নি। এরপরই এনিয়ে তদন্তের নির্দেশ দেন ডেপুটি চেয়ারম্যান। তবে কোন এজেন্সিকে দিয়ে এই তদন্ত হবে তা নিয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

তবে শেষ পর্যন্ত এই প্রস্তাবিত সিলেক্ট কমিটি কোন দিকে মোড় নেয়, তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। 

 

 

বন্ধ করুন