এবার ঢাকাতেও মেট্রো রেল। যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আনতে ও স্বাচছন্দ্যের নিরিখে এবার নয়া উদ্যোগ। নিঃসন্দেহে বড় উদ্যোগ বাংলাদেশে। মোটামুটি পরিকল্পনা অনুসারে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এই ঢাকা মেট্রোর সূচনা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শুরু হবে এই মেট্রোর পথ চলা। আরও গতি সম্পন্ন হবে বাংলাদেশের ঢাকা শহর। আর যানজটে হাসফাঁস করা ঢাকা শহর নয়। গন্তব্য পৌঁছতে পারা যাবে কি না তা নিয়ে আর দুশ্চিন্তা নয়। এবার মেট্রোতে চড়লেই হুশ করে পৌঁছোন যাবে গন্তব্যে।জাপানের প্রযুক্তি কৌশলের সহযোগিতায় চালু হচ্ছে বাংলাদেশের মেট্রো। আগামী বছরের শেষের দিকে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে।
কোথা থেকে কতদূর পর্যন্ত চলবে বাংলাদেশের মেট্রো?
প্রথম দফায় ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি রেকে থাকবে ৬টি করে বগি। সব মিলিয়ে মেট্রোর দশটি রেককে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে এই মেট্রোর পরিসর আরও বাড়তে পারে বলে বাংলাদেশ প্রশাসন তরফে জানান হয়েছে।
কত মিনিট অন্তর চলবে বাংলাদেশের মেট্রো?
আপাতত ঠিক রয়েছে প্রতি দশ মিনিট অন্তর মেট্রো চলবে ঢাকায়। তবে এটা প্রথম পর্যায়ে। পরবর্তী সময়ে সাড়ে তিন মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। যাত্রীর ভিড় সামলানোর জন্য এই মেট্রো চলবে একেবারে খুব অল্প সময়ের ব্যবধানে।
কটা থেকে শুরু হবে প্রথম মেট্রো? কত রাত পর্যন্ত চলবে?
ভোর থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা। যাত্রীরা গোটা পরিষেবা সম্পর্কে একটু অভ্যস্ত হয়ে গেলে অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে মেট্রো চলবে। গভীর রাতে বাড়ি ফেরার ক্ষেত্রেও আর সমস্য়া নেই। মেট্রো থাকবে ঢাকায়।
ভাড়া কত থাকবে?
মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা। প্রতি কিমির জন্য় ভাড়া নির্ধারিত হয়েছে ৫ টাকা করে। সেই হিসাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে গেলে একজন যাত্রীকে খরচ করতে হবে মোট ১০০ টাকা। মুক্তিযোদ্ধাদের পরিবার নথি দেখিয়ে বিনামূল্যে মেট্রো চড়তে পারবেন। তবে পড়ুয়াদের ছাড়ের ব্যাপারটি নিয়ে এখনও কিছু জানা যায়নি।