তাঁর অধীনস্থ পুলিশ আধিকারিকদের মোবাইল থেকে সমস্ত চিনা অ্যাপ ডিলিট করার নির্দেশ দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রত্যাহার করলেন ইন্দওরের ডিআইজি হরিনারায়ণচারী মিশ্র।
শুক্রবার মোট ৫২টি চিনা অ্যাপ-এর তালিকা প্রকাশ করে ইন্দওরের সমস্ত পুলিশ আধিকারিক ও থানার ইনচার্জদের সেগুলি নিজেদের মোবাইল ফোন থেকে মুছে ফেলার নির্দেশ দেন মিশ্র। ওই অ্যাপগুলি সৌন্দর্যায়ন, শপিং, চ্যাট ও ভিডিয়ো তৈরিতে উপযোগী বলে জানা যায়। ডিআইজি তাঁর নির্দেশে বলেন, ‘বেশ কয়েকটি সমীক্ষার ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক নির্দেশে এই অ্যাপগুলি বিপজ্জনক বলা হয়েছে।’
উল্লেখ্য, গত সোমবার পূর্ব লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চিন ও ভারতের মধ্যে সংঘর্ছষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হল এবং তার জেরে বৃহস্পতি ও শুক্রবার ভোপালে বিভিন্ন সংগঠনের তরফে চিন-বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হয়।
ডিআইজি তাঁর নির্দেশে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কয়েক দফায় ক্ষতিকর অ্যাপ সম্পর্কে সাবধানবাণী প্রকাশ করে সাধারণকে তাঁদের মোবাইল ফোনে মজুত ব্যক্তিগত তথ্য ও নথি সুরক্ষিত রাখার পরামর্শ দেয়। এই বিপদ সম্পর্কে পুলিশ আধিকারিক ও থানার ইনচার্জদের অবহিত করতে এই নির্দেশ জারি করা হল।’
অবশ্য রাতেই আর একটি নির্দেশ জারি করে ডিআইজি বলেন, ‘বিভিন্ন মোবাইল ফোন অ্যাপ সম্পর্কে পুলিশকর্মীদের পরামর্শ দেওয়া হয়েছেল। নির্দেশটি এই মর্মে বাতিল করা হল। এই বিষয়ে অন্য একটি নির্দেশ পরে জারি করা হবে।’