নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান প্রদান নিয়ে নয়া তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের অন্তবর্তীকালীন নির্দেশ মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি। মুখবন্ধ খাম না খুলেই সেইসব তথ্য আবার শীর্ষ আদালতে জমা দিয়েছিল কমিশন। শুক্রবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেটার ভিত্তিতে মুখবন্ধ খামে সেই তথ্যের নথি ফেরত পাঠিয়ে দিয়েছে শীর্ষ আদালতের রেজিস্ট্রি। সঙ্গে পেনড্রাইভেও ডিজিটাল ভার্সন পাঠানো হয়েছে। আর সেই তথ্যই আজ অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
কমিশনের প্রকাশিত নয়া তথ্যে কী আছে?
কমিশনের তরফে আজ যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে প্রতিটি বন্ডের 'ইউনিক নম্বর' নেই। বরং বন্ডের তারিখ, বন্ডের মূল্যে, বন্ডের সংখ্যা, বন্ডের প্রাপ্তির তারিখ, বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদান পাওয়ার তারিখের মতো বিষয় সামনে এসেছে। সেইসঙ্গে বিভিন্ন দলের তরফে বন্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করা হয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের তরফে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (এসবিআই) চিঠি লিখে বন্ডের 'ইউনিক নম্বর' প্রকাশ করার আর্জি জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের শাসক দলের তরফে দাবি করা হয়েছিল যে বন্ডে প্রেরকের নাম থাকে না। ফলে কে বন্ডের মাধ্যমে অনুদান দিচ্ছে, তা জানা নেই তৃণমূলের। বিজেপির তরফে অবশ্য সেরকম কোনও আর্জি করা হয়নি। স্রেফ তথ্য প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee Family: ৩২ জনের পরিবার! বাবুন ছাড়া মমতার বড় ফ্যামিলিতে কে কে আছেন? ভাই কতজন?
নির্বাচনী বন্ড সংক্রান্ত কয়েকটি তথ্য
১) কমিশনের তথ্য অনুযায়ী, ৬,৯৮৬.৫ কোটি টাকা মূল্যে নির্বাচনী বন্ড ভাঙিয়েছে বিজেপি।
২) কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বোচ্চ অনুদান পাওয়ার তালিকায় দু'নম্বরে আছে তৃণমূল। ১,৩৯৭ কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল।
৩) কমিশনের তথ্য অনুযায়ী, ১,৩৩৪.৩৫ কোটি টাকার নির্বাচনী বন্ড ভাঙিয়েছে কংগ্রেস।
৪) কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনী বন্ডের মাধ্যমে সর্বোচ্চ অনুদান প্রাপকের তালিকার চতুর্থ স্থান আছে তেলাঙ্গানার প্রাক্তন শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতি। ১,৩২২ কোটি টাকা ভাঙিয়েছে।
৫) সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মালিক সান্তিয়াগো মার্টিনের থেকে বেনামি অনুদান পেয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। সেই অঙ্কটা হল ৫০৯ কোটি টাকা। যে মার্টিনকে ‘লটারি কিং’ হিসেবে অভিহিত করা হয়।