২০২২-২৩ অর্থবর্ষে দেশের পাঁচটি বড় নির্বাচনী ট্রাস্টকে সম্মিলিত ভাবে ৩৬৬.৪৯৫ কোটি টাকা দান করেছে দেশের কর্পোরেট সংস্থাগুলি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে সম্প্রতি। রিপোর্টে বলা হয়, ২০২২-২৩ অর্থবর্ষে ৩৯টি কর্পোরেট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান মোট ৩৬৩ কোটি টাকা দান করেছে বিভিন্ন এনজিও-কে। তাদের মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলের পকেটে টাকা ঢুকেছে এই অর্থবর্ষে। আর সবচেয়ে বেশি টাকা ঢুকেছে বিজেপির পকেটে। এদিকে টাকা দান করা সংস্থার তালিকায় শীর্ষে আছে মেঘা ইঞ্জিনিয়ারিং এবং সেরাম ইনস্টিটিউট। এদিকে পশ্চিমবঙ্গ থেকে ৩০.০৮ কোটি টাকা দান করেছে বিভিন্ন সংস্থা। (আরও পড়ুন: ১৯৯২-এর বাবরি দাঙ্গায় গ্রেফতারি ২০২৪ সালে এসে, এই ধৃত শ্রীকান্ত কে?)
আরও পড়ুন: 'সামান্য দুষ্টুমি চলছে...', পেট্রোল-ডিজেলের দাম কমানোর সম্ভাবনা নিয়ে মন্তব্য পুরীর
রিপোর্ট অনুযায়ী, অনুদান দেওয়া সংস্থার তালিকায় শীর্ষ ১০-এ থাকা কোম্পানিগুলি মিলে ৩৩২ কোটি টাকা দান করেছে। তালিায় শীর্ষে থাকা মেঘা ইঞ্জিনিয়ারিং ৮৭ কোটি টাকা দান করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেরাম ইনস্টিটিউট ৫০.২৫ কোটি টাকা দান করে ২০২২-২৩ অর্থবর্ষে। এরপর তালিকায় তৃতীয় স্থানে থাকা সংস্থা আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল। তারা দান করেছে ৫০ কোটি টাকা। অভিনন্দন ভেঞ্চারও ৫০ কোটি টাকা দান করেছে। এরপর তালিকায় যথাক্রমে আছে মেধা সার্ভো ড্রাইভস (৩০ কোটি), আর্সেলর মিত্তল ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২৫ কোটি), গ্রিনকো এনার্জি প্রোজেক্ট (২০ কোটি), ভারতীয় এয়ারটেল (১০ কোটি), মেধা ট্র্যাকশন ইকুইপমেন্ট (৫.০১ কোটি) এবং জুপিটার ওয়াগনস (৫ কোটি)।
আরও পড়ুন: নতুন বছরে এক ধাক্কায় অনেকটাই কমতে পারে বিমান ভাড়া, বড় ঘোষণা ইন্ডিগোর
এদিকে রিপোর্টে বলা হয়েছে, ১৪৫.৫১ কোটি টাকা দান করেছে তেলাঙ্গানার সংস্থাগুলি, ১০৫.২৫ কোটি দিয়েছে মহারাষ্ট্রের সংস্থাগুলি, গুজরাটের সংস্থাগুলি দিয়েছে ৫০.২০ কোটি, পশ্চিমবঙ্গের সংস্থাগুলি দান করেছে ৩০ কোটি টাকা। এদিকে রিপোর্ট বলছে, ৩৪টি কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মোট ৩৬০ কোটি টাকা দান করেছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্টে। একটি সংস্থা সমাজ ইলেক্টোরাল ট্রাস্টে ২ কোটি টাকা দান করেছে। ২টি সংস্থা ৭৫ লাখ ৫০ হাজার টাকা দান করেছে পরিবর্তন ইলেক্টোরাল ট্রাস্টে। আর ২টি সংস্থা ৫০ লাখ টাকা দান করেছে ট্রায়াম্ফ ইলেক্টোরাল ট্রাস্টে। আর রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ২৫৯.০৮ কোটি বা মোট অনুদানের ৭০.৬৯ শতাংশই গিয়েছে বিজেপির ঝুলিতে। এদিকে বিআরএস পেয়েছে ৯০ কোটি বা মোট অনুদানের ২৪.৫৬ শতাংশ। এদিকে ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি এবং কংগ্রেস সম্মিলিত ভাবে পেয়েছে মাত্র ১৭ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ইলেক্টোরাল ট্রাস্টের থেকে বিজেপির আয় কমেছে প্রায় ৮০ কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবর্ষে ইলেক্টোরাল ট্রাস্টগুলি থেকে বিজেপি পেয়েছিল ৩৩৬.৫ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপির ঝুলিতে গিয়েছে ২৫৬.২৫ কোটি টাকা। এদিকে এবছর সমাজ ইলেক্টোরাল ট্রাস্ট নিজের ২ কোটি অনুদানের মধ্যে থেকে দেড় কোটি টাকাই বিজেপিকে দান করেছে। আর বাকি ৫০ লাখ টাকা কংগ্রেসকে দিয়েছে সমাজ ট্রাস্ট। অন্য কোনও দলকেই তারা আর কোনও টাকা দেয়নি। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে সব থেকে বেশি অনুদান পাওয়া প্রুডেন্ট ট্রাস্ট চারটি দলকে অনুদান দিয়েছে - বিজেপি, বিআরএস, ওয়াইএসআর কংগ্রেস এবং আম আদমি পার্টি। কংগ্রেসকে তারা এক পয়সাও দেয়নি।