বাংলা নিউজ > ঘরে বাইরে > Ranjan Gogoi: অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত হলেন প্রাক্তন CJI গগৈ

Ranjan Gogoi: অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত হলেন প্রাক্তন CJI গগৈ

অসম বৈভব তুলে দিচ্ছেন রাজ্যপাল। (PTI)

ন্যায়বিচার ও আইনশাস্ত্রের ক্ষেত্রে অবদানের জন্য গগৈকে আসামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ছিলেন দেশের প্রথম প্রধান বিচারপতি যিনি উত্তর-পূর্ব থেকে এসেছিলেন। অবসরের পরে রঞ্জন গগৈকে রাজ্যসভার সংসদ সদস্য হিসাবে মনোনীত করা হয়েছিল।

অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁকে এই সম্মান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতোই মঙ্গলবার অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অসম বৈভব’–এ সম্মানিত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত একটি অনুষ্ঠানে গগৈকে রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া এই সম্মানে সম্মানিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

আরও পড়ুন: অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছেন প্রাক্তন CJI গগৈ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫ লক্ষ টাকা এবং আজীবন বিনা খরচে চিকিৎসা পরিষেবা। এই পুরস্কারের গায়ে হলং গাছের পাতায় অসমিয়া ভাষায় খোদাই করা আছে অসম বৈভবের একটি ছবি। ন্যায়বিচার ও আইনশাস্ত্রের ক্ষেত্রে অবদানের জন্য গগৈকে আসামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ছিলেন দেশের প্রথম প্রধান বিচারপতি যিনি উত্তর-পূর্ব থেকে এসেছিলেন। অবসরের পরে রঞ্জন গগৈকে রাজ্যসভার সংসদ সদস্য হিসাবে মনোনীত করা হয়েছিল। উল্লেখযোগ্য হল এই নিয়ে ৩ বার এই পুরস্কার দেওয়া হল। প্রথম এই সম্মান পেয়েছিলেন শিল্পপতি রতন টাটা এবং দ্বিতীয় পেয়েছিলেন সাংবাদিক তপন সাইকিয়া।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই বলেছিলেন, বিচার ক্ষেত্রে কৃতিত্বের জন্য রঞ্জন গগৈকে সর্বোচ্চ অসামরিক পুরস্কারে সম্মানিত করা হবে। উল্লেখ্য, ২০২১ সালে এই পুরস্কার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছিলেন, ‘পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যা রায় ঘোষণা করেছিল। তার নেতৃত্বে ছিলেন একজন অসমীয়। যদিও এটি সুপ্রিম কোর্টের একটি রায় ছিল আমরা খুব গর্ব বোধ করি যে বেঞ্চটির নেতৃত্বে ছিলেন একজন অসমীয়। অসমের জনগণের কাছে রঞ্জন গগৈ আগামী প্রজন্মের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব হয়ে থাকবেন। তিনি আগামী সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।’

এবছর দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অসম সৌরভ’ পেয়েছেন চারজন। এঁরা হলেন–প্রত্নতাত্ত্বিক কিশান চাঁদ নৌরিয়াল, সাঁতারু এলভিস আলি হাজারিকা, স্প্রিন্টার হিমা দাস এবং তিওয়া লোকনৃত্যের উদ্যোক্তা নাদিরাম দেউরি। তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘অসম গৌরব’ পেয়েছেন ১৭ জন।

পরবর্তী খবর

Latest News

‘বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে এই শো শুরু করি…’! রান্নাঘরে ইন কনীনিকা, আউট সুদীপা অভিজিৎ মণ্ডল বেরোতেই চটি দেখিয়ে উঠল ‘কলকাতা পুলিশ হায় হায়’ স্লোগান কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী রোহিতের টেকনিকে গলদ ছিল, তেমন পরিশ্রমও করত না, বিস্ফোরক প্রাক্তন কোচ আজও ভাসবে কলকাতা, ভারী বৃষ্টি ৬ জেলায়, জানুন আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস ডি'ককের ঝড়, হোপদের প্রথম হার! ওয়ারিয়র্সদের শীর্ষস্থান থেকে নামিয়ে একে রয়্যালস প্রমাণ নষ্টের অভিযোগ CBI প্রমাণ করতে পারলে আমি তার দায় নেব, বলেছিলেন বিনীত গোয়েল ১০০ শতাংশ ফিট না হলে মাঠে ফিরব না, কামব্যাক নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন শামি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.