বাংলা নিউজ > ঘরে বাইরে > FD interest rate hikes: FD-তে সুদের হার বাড়াল PNB, SBI; অন্যান্য ব্যাঙ্কে ইন্টারেস্ট কত? দেখুন লিস্ট

FD interest rate hikes: FD-তে সুদের হার বাড়াল PNB, SBI; অন্যান্য ব্যাঙ্কে ইন্টারেস্ট কত? দেখুন লিস্ট

ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়াল একাধিক ব্যাঙ্ক। যে তালিকায় আছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) মতো ব্যাঙ্ক। অন্যান্য ব্যাঙ্কে কত ইন্টারেস্ট মিলছে, তাও দেখে নিন।

নয়া বছর শুরু হয়ে গিয়েছে। তারইমধ্যে একাধিক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে। কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। একই পথে হেঁটেছে অপর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও (পিএনবি)। তবে একটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেই পরিস্থতিতিতে অন্যান্য ব্যাঙ্কের (এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা) এফডিতে সুদের হার কত আছে, তা দেখে নিন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) ফিক্সড ডিপোজিটে সুদের হার

কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (যা কার্যকর হয়েছে ২৭ ডিসেম্বর থেকে)। আবার কয়েকটি মেয়াদের সুদের হার পালটানো হয়নি। আগে যেমন ছিল, এখন সেরকমই রাখা হয়েছে। যে তালিকায় আছে ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট (৬.৮ শতাংশ), ২ বছর থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট (৭ শতাংশ) এবং ৩ বছর থেকে ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট (৬.৭৫ শতাংশ)। কোন কোন মেয়াদের এফডির সুদের হার হেরফের করা হয়েছে, তা দেখে নিন।

১) ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল ৫.৭৫ শতাংশ। সেটা বাড়িয়ে ছয় শতাংশ করা হয়েছে। 

২) আবার ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে সুদ বেড়েছে ০.৫ শতাংশ। এখন ৩.৫ শতাংশ হারে সুদ মিলবে।

৩) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: আগে সুদের হার ছিল ৪.৫ শতাংশ। এখন সেটা বেড়ে হয়েছে ৪.৭৫ শতাংশ।

৪) ১৮০ দিন থেকে ২১০ দিন: ৫.২৫ শতাংশ থেকে সুদের হার ৫.৭৫ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI, জানুন বিস্তারিত

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্টচ বাড়ানো হয়েছে। কয়েকটি ক্ষেত্রে আবার সুদের হার কমানোর পথেও হেঁটেছে রাষ্ট্রায়ক্ক ব্যাঙ্ক। সবমিলিয়ে সাতদিন থেকে ১০ বছরের মেয়াদ পর্যন্ত সাধারণ নাগরিকরা বিভিন্ন মেয়াদে ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সীমা হল ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ। আর 'সুপার সিনিয়র'-দের ক্ষেত্রে সেটা ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

১) ১৮০ দিন থেকে ২৭০ দিন: ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে সুদের হার। এখন থেকে ৬ শতাংশ হারে সুদ মিলবে। 

২) ২৭১ দিন থেকে ১ বছরের কম: ৭.২৫ শতাংশ। ০.৪৫ শতাংশ বেড়েছে সুদের হার। 

৩) ৪০০ দিন: আগে সুদের হার ছিল ৬.৮ শতাংশ। এখন সেটা বেড়ে ৭.২৫ শতাংশ হল। 

৪) ৪৪৪ দিন: সুদের হার কমানো হয়েছে। আগে ছিল ৭.২৫ শতাংশ। ০.৪৫ শতাংশ কমিয়ে সেটা ৬.৮ শতাংশ করা হল।

ব্যাঙ্ক অফ বরোদায় ফিক্সড ডিপোজিটে সুদের হার

২৯ ডিসেম্বর থেকে ব্যাঙ্ক অফ বরোদায় বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের বিভিন্ন মেয়াদের সুদের নয়া হার কার্যকর হয়েছে। ১ বছর থেকে ২ বছর পর্যন্ত ৬.৮৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ২ বছর থেকে ৩ বছরের ক্ষেত্রে সুদের হার হল ৭.২৫ শতাংশ। ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশে ঠেকেছে। তবে 'তেরঙা প্লাস ডিপোজিট স্কিম'-র আওতায় ৭.১৫ শতাংশ সুদ মেলে। মেয়াদ ৩৯৯ দিনের।

HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার

১) ১ বছর থেকে ১৫ মাস: ৬.৬ শতাংশ। 

২) ১৫ মাস থেকে ১৮ মাস: ৭.১ শতাংশ। 

৩) ১৮ মাস থেকে ২১ মাস: ৭ শতাংশ। 

৪) ২১ মাস থেকে ২ বছর: ৭ শতাংশ। 

৫) সর্বোচ্চ সুদের হার মেলে ৭.২ শতাংশ। সেটা মেলে ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের মেয়াদের ক্ষেত্রে।

আরও পড়ুন: Family Pension: স্বামীর সঙ্গে ঝগড়া? সন্তানদের ফ্যামিলি পেনশনের নমিনি করতে পারবেন মহিলা কর্মীরা, জানুন নয়া নিয়ম

ঘরে বাইরে খবর

Latest News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের আখের রস, লস্যিতে মাছের বরফ, অভিযানে বেরিয়ে হাতেনাতে ধরলেন পুর কর্তারা ‘যদি বিপদে পড়ি, ওয়াটার ব্রেক হয়, তাহলেও…’ অন্তঃসত্ত্বাকালীন সময়েও একা রূপাঞ্জনা রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির

Latest IPL News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.