দেশে উড়ানের ভাড়া মোটামুটি ৬১ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে বিমানসংস্থাগুলির পরিষেবার দর হ্রাসের সুপারিশ করা হয়েছিল। এরপরেই বিভিন্ন রুটের উড়ানে ভাড়া ১৪ থেকে ৬১ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষ কয়েকটি রুটে এই নয়া, কম দামের ভাড়া প্রযোজ্য হবে। প্রসঙ্গত, গত ৬ জুন বিমান পরিষেবার প্রদানকারীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেই সময়ে করমণ্ডল দুর্ঘটনায় স্বজনহারা পরিবারদের বিনামূল্যে কার্গো পরিষেবা দেওয়ার জন্যও বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: ওড়িশায় মৃতদের পরিবারকে ফ্রি-তে কার্গো পরিষেবা দিন, বিমান সংস্থাদের বলল কেন্দ্র
উক্ত বৈঠকেই বিমানের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসে। সেই সময়েই কেন্দ্রীয় কর্তারা পর্যবেক্ষণ করে জানান, বেশ কিছু রুটে ভাড়া দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক জানায়, ভাড়া বৃদ্ধির ফলে এই রুটগুলিতে যাত্রীরা পরিষেবা নিতে পারছেন না। সেই কারণে এটি হ্রাস করার সুপারিশ করা হয়। আরও পড়ুন:
কোন কোন রুটে ভাড়া কমল?
টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, আপাতত দিল্লির সঙ্গে সংযুক্ত শ্রীনগর, লেহ, পুনে এবং মুম্বইয়ের বিমান ভাড়া কমানো হয়েছে।
আগামিদিনেও ভাড়া নিয়ন্ত্রণে রাখা হবে
ভাড়া যাতে ফের অস্বাভাবিক হারে না বাড়ে, সেই দিকেও ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) এবং অসমারিক বিমান পরিবহণ মন্ত্রক নজর রাখছে বলে জানা গিয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, বিমান সংস্থাগুলির বিমানভাড়া নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। সেটি বাজারের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়। এই বাজার দেশের ভ্রমণ, যাতায়াতের মরশুমের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের হাতে এই ভাড়া নিয়ন্ত্রণে সম্পূর্ণ ক্ষমতা নেই। সেটি বিমান সংস্থাগুলির হাতেই থাকে। কেন্দ্র কেবল মাত্র সুপারিশ ও সহায়তা প্রদান করতে পারে। আরও পড়ুন: Central Govt on Air Fare: 'হস্তক্ষেপ' নয়, তবে বিমানের ভাড়া নিয়ন্ত্রণে সংস্থাগুলিকে বার্তা কেন্দ্রের
ভাড়া কেন বৃদ্ধি পায়?
কোনও নির্দিষ্ট রুটে যদি উড়ানের টিকিটের চাহিদা বেশি হয়, তখন ভাড়া বেড়ে যায়। অর্থাত্, চাহিদা-জোগানের নিয়মেই বৃদ্ধি পায় ভাড়া।
কিন্তু সমস্যা হল, ভাড়া অতিরিক্ত বেড়ে গেলে উড়ানের টিকিট আমজনতার সাধ্যের বাইরে চলে যেতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিমান সংস্থাগুলির সামাজিক দায়িত্ববোধ রয়েছে। তাই বিমানভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকা উচিত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup