বাংলা নিউজ > ছবিঘর > ওড়িশায় মৃতদের পরিবারকে ফ্রি-তে কার্গো পরিষেবা দিন, বিমান সংস্থাদের বলল কেন্দ্র

ওড়িশায় মৃতদের পরিবারকে ফ্রি-তে কার্গো পরিষেবা দিন, বিমান সংস্থাদের বলল কেন্দ্র

'ওড়িশা দুর্ঘটনায় এয়ারলাইন্সদের মৃতদের পরিবারকে বিনামূল্যে ক্যারেজ (কার্গো) পরিষেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও বিপর্যয়ের সময়, এয়ারলাইনদের মানবিকতার খাতিরে এয়ার টিকিটের মূল্যের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে,' সোমবার বিমান চলাচল মন্ত্রকের কর্তারা এমনটাই জানিয়েছেন।