বাংলা নিউজ > ঘরে বাইরে > ফের ‘রাফাল দুর্নীতি’ নিয়ে তদন্ত শুরু ফ্রান্সে

ফের ‘রাফাল দুর্নীতি’ নিয়ে তদন্ত শুরু ফ্রান্সে

ফাইল ছবি : রয়টার্স  (Reuters)

এর আগে চলতি বছর এপ্রিলে রাফাল চুক্তিতে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয় মিডিয়াপার্টেরই একাধিক রিপোর্টে।

রাফাল যুদ্ধবিমানের জন্য ভারতের সঙ্গে ৫৯,০০০ কোটি টাকার চুক্তিতে 'দুর্নীতি ও পক্ষপাতিত্বের' অভিযোগ। এবার এক বিচারকের তত্ত্বাবধানে ফের শুরু হতে চলেছে তদন্ত। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন সূত্রে মিলেছে এমনই খবর।

'২০১৬ সালে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তিটি গত ১৪ জুন তদন্তের স্বার্থে খোলা হয়েছে,' জানিয়েছে মিডিয়াপার্ট। শুক্রবার ফরাসি পাবলিক প্রসিকিউশন সার্ভিসের আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরুর কথা স্বীকার করেছে।

এর আগে চলতি বছর এপ্রিলে রাফাল চুক্তিতে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয় মিডিয়াপার্টেরই একাধিক রিপোর্টে।

এই রিপোর্টগুলির মধ্যে একটিতে ফ্রান্সের পাবলিক প্রসিকিউশন সার্ভিসের আর্থিক অপরাধ শাখার (PNF) প্রাক্তন প্রধান, ইলাইন হোলিটের বিরুদ্ধে তদন্তে দুর্নীতির অভিযোগ তোলা হয়। সেখানে বলা হয়, সহকর্মীদের আপত্তি সত্ত্বেও ইলাইন রাফাল জেট চুক্তির তদন্ত হঠাত্ বন্ধ করে দেন। কারণ হিসাবে ইলাইন জানান, 'ফ্রান্সের এবং সংস্থাগুলির স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ইলাইনের পরে এখন পিএনএফের প্রধান জিন-ফ্রানসোইস বোহনার্ট। তিনি পদ গ্রহণ করেই তদন্ত পুনররাম্ভ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আপাতত, প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোইস ওঁলার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। রাফাল চুক্তি সই হওয়ার সময়ে বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অর্থমন্ত্রী ছিলেন। বর্তমান বিদেশমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তাঁদেরকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

রাফাল চুক্তি সই হওয়ার সময়ে বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অর্থমন্ত্রী ছিলেন। ফাইল ছবি : রয়টার্স 
রাফাল চুক্তি সই হওয়ার সময়ে বর্তমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অর্থমন্ত্রী ছিলেন। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

দুই সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে জরুরি ভিত্তিতে ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারত যুদ্ধবিমানের অর্ডার দেয়। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

বিরোধীদের দাবি, বর্তমান সরকারের তত্ত্বাবধানে ভারত এক একটি যুদ্ধবিমান কিনছে ১,৬৭০ কোটি টাকা করে। এদিকে ইউপিএ সরকার যখন এই বিমানই কেনার পরিকল্পনা করছিল, ৫২৬ কোটি টাকা করে প্রাথমিক বিডে দাম উঠেছিল। অর্থাত্ প্রায় তিন গুণ দামে বর্তমান সরকার একই বিমান কিনছে বলে অভিযোগ। আর এখানেই দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা।

ফাইল ছবি : রয়টার্স 
ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

শুধু তাই নয়। কংগ্রেসের দাবি, সেই সময়ে এই দামেই প্রযুক্তির হস্তান্তর চুক্তিও পেত ভারত। তাতে পরবর্তীকালে রাফাল বিমানের প্রযুক্তি ভারতীয় বিমান তৈরিতে প্রয়োগ করা যেত। কিন্তু বর্তমানের বেশি দামের চুক্তিতে সেই বিষয়ে কোনও উল্লেখই নেই।

যদিও এনডিএ সরকার রাফালের দামের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে বর্তমান সরকারের দাবি, ২০১২-র ইউপিএ আমলের চুক্তি, কার্যকর ছিল না। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর নিজেই বলেন যে, এই দামে কখনই রাফাল বিমানগুলি কেনা যেত না। ওটা নিলামে প্রাথমিক দর মাত্র। আর সেই কারণেই ইউপিএ সরকার ২০১৪ সাল পর্যন্ত এই চুক্তি করতে সক্ষম হয়নি।

কিন্তু এত বড় অঙ্কের চুক্তি বিষয়ে তথ্য কেন প্রকাশ করছে না বর্তমান সরকার?

এনডিএ সরকারের দাবি, দামের বিষয়ে দুটি কারণে কিছু বলা যাবে না-

প্রথমত, ফ্রান্সের সঙ্গে গোপনীয়তার চুক্তি, এবং

দ্বিতীয়ত, ভারতের শত্রু দেশ যাতে প্রতিরক্ষার বিষয়ে খুঁটিনাটি জেনে না যায়।

তবে খরচ বৃদ্ধির কারণ হিসাবে বলা হয় যে, এই চুক্তিতে কাস্টমাইজড অস্ত্রশস্ত্র দেওয়ার কথাও অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া এই চুক্তি যাচাই করেন। 'জেটগুলির জন্য ভারত অতিরিক্ত দাম দেয়নি,' বলে জানানো হয় সেই রিপোর্টে। 

সুপ্রিম কোর্টে এই চুক্তির বিষয়ে জনস্বার্থ মামলা হয়। ২০১৯ সালের নভেম্বরে রাফাল চুক্তিতে কোনও অসামঞ্জস্য নেই বলে জানায় সর্বোচ্চ আদালত।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.