বাংলা নিউজ > ঘরে বাইরে > G20 Media Review: জি২০ শেষ হতেই বিদেশি মিডিয়াতে শুধু মোদী আর মোদী, কারা কী লিখল? জানুন একনজরে

G20 Media Review: জি২০ শেষ হতেই বিদেশি মিডিয়াতে শুধু মোদী আর মোদী, কারা কী লিখল? জানুন একনজরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ANI Photo/Ishant) (Ishant )

জি২০ সম্মেলন। এই সামিটকে সফল করা ছিল ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। একেবারে স্নায়ুর লড়াই। তবে সেই লড়াইতে কার্যত জিতে গিয়েছে মোদী সরকার।

ভারতে জি২০ মিটিং। গোটা বিশ্ব থেকে তাবড় রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন ভারতে। আর জি২০ শেষ হতেই বিশ্বের নামকরা মিডিয়া কার্যত প্রশংসায় ভরিয়ে দিল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওয়াশিংটন পোস্ট মোদীর প্রশংসায় পঞ্চমুখ। হেডলাইন লেখা হয়েছে, 'India forges compromise among divided world powers at the G20 summit in a diplomatic win for Modi'।

দুবাইয়ের মিডিয়া গাল্ফ নিউজ হেডলাইন করেছে, ১৮তম জি২০ সামিট। বৈচিত্রের মধ্যের ঐক্যের রূপ দিল।

অস্ট্রেলিয়ান মিডিয়া এবিসি নিউজও জি২০র সফলতার কথা উল্লেখ করেছে। এদিকে অ্যান্থনি অ্যালবানিজ আগেই বলেছিলেন এই সম্মেলন একেবারে সফল হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, নতুন এই বিশ্বে উল্লেখযোগ্য স্থান পাচ্ছে ইন্ডিয়া।

কাতারের আল জাজিরা লিখছে, রাশিয়াও এই ভারসাম্যের ঘোষণাকে প্রশংসা করছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের স্টোরিতে বলা হয়েছে, মার্কিন , রাশিয়া জি ২০ সামিটের ঘোষণার প্রশংসা করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেই জানিয়েছিলেন, এবছরের জি২০ সামিট আবহাওয়ার সংকট, নানা ধরনের দ্বন্দ্বের সমাধান করার পক্ষে যথেষ্ট।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, জি ২০ মিটিং একটা মাইলস্টোন তৈরি করে দিল। ভারতের ভূমিকার প্রশংসা করেছে রাশিয়া। জি২০ দেশগুলিকে এই প্রথম বাস্তবিক অর্থেই এক জায়গায় আনল বলে মনে করছে রাশিয়া।

জি-২০র মুখ্য আহ্বায়ক হর্ষ বর্ধন শ্রীংলা জানিয়েছেন, জি২০ সম্মেলন সুযোগ করে দিল তার বৈচিত্র, ঐতিহ্যকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে।

জি২০ সম্মেলন। এই সামিটকে সফল করা ছিল ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। একেবারে স্নায়ুর লড়াই। তবে সেই লড়াইতে কার্যত জিতে গিয়েছে মোদী সরকার। এমনটাই মনে করছেন অনেকে। বিশ্বের তাবড় মিডিয়ারা ভারতের এই উদ্যোগকে উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছে। সেখানে শুধুই মোদীর প্রশংসা। অনেকের মতে, গ্লোবাল লিডার হিসাবে ক্রমেই উঠে আসছেন মোদী। এতদিন বিদেশ সফরে যেতেন মোদী। এবার বিদেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এলেন ভারত।

 

বন্ধ করুন