চ্যাটবট ব্যবহার করুন। সমস্যা নেই। কিন্তু তাতে কী লিখছেন, কী কী জানাচ্ছেন, সেই বিষয়ে একটু সচেতন হোন। খুব গোপন তথ্য শেয়ার না করাই ভাল। সম্প্রতি কর্মীদের এমনই সতর্কবার্তা দিয়েছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড। সংস্থার নিজস্ব 'বার্ড' চ্যাটবটও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই বিষয়ে ওয়াকিবহাল চারজন ব্যক্তি সংবাদসংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। গুগলের মালিক সংস্থার এই উক্তি বেশ তাত্পর্যপূর্ণ। কারণ অতি সম্প্রতিই বিশ্বজুড়ে তারা নিজেদের 'বার্ড' চ্যাটবটের প্রসার শুরু করেছে। অন্যদিকে OpenAI-এর ChatGPT তো রয়েছেই। আরও পড়ুন: স্প্যাম কল আটকাতে টেলি সংস্থাদের AI এবং মেশিন লার্নিং ব্যবহার করতে বলল TRAI
রিপোর্ট অনুযায়ী, সংস্থা কর্মীদের পরামর্শ দিয়েছে, যেন তারা কাজের সময়ে সংস্থার গোপন তথ্য এআই চ্যাটবটে ইনপুট হিসাবে না দেয়। 'তথ্য সুরক্ষা'র নীচি হিসাবে এমনটা করা হচ্ছে বলে সাফাইও দিয়েছেন অ্যালফাবেট কর্তারা।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, AI চ্যাটবটগুলি থেকে কী তবে একটু হলেও তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে?
বার্ড এবং চ্যাটজিপিটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন করতে পারে। যে কোনও প্রশ্নের উত্তর দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই চ্যাটবটে মানুষ নিজে পর্যালোচনা, টেস্টিং করলে এই চ্যাট পড়তে পারবেন। গবেষকরা আরও দেখেছেন, অনুরূপ কোনও AI-এর প্রশিক্ষণের সময়ে এই সংগৃহিত ডেটা পুনরুত্পাদন করে কাজে লাগানো যেতে পারে। এর ফলে তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হয়।
এর পাশাপাশি, কিছু সূত্র রয়টার্সকে এমনটাও জানিয়েছেন যে, অ্যালফাবেট তাদের কর্মী-ইঞ্জিনিয়ারদের সতর্ক করে দিয়েছে। চ্যাটবটের তৈরি করা কম্পিউটার কোডের সরাসরি ব্যবহার এড়ানোর সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন মুলুকের সেরা সংস্থাগুলির প্রায় ১২,০০০ কর্মীকে নিয়ে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষা অনুসারে, প্রায় ৪৩ শতাংশ পেশাদারই জানিয়েছেন, তাঁরা তাঁদের বসের কাছে লুকিয়ে ChatGPT বা অন্যান্য AI টুল ব্যবহার করে কাজ করছেন।
রয়টার্স এরপর এই বিষয়ে অ্যালফাবেটের মন্তব্য চায়। তখন সংস্থা জানায়, বার্ড আনটেস্টেড কোডিং দিতে পারে। তবে তা সত্ত্বেও এটি প্রোগ্রামারদের কাজে লাগতে পারে। গুগল আরও জানিয়েছে, তারা প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট রাখার লক্ষ্য গ্রহণ করেছে। সেই কারণেই সতর্কবার্তা। আরও পড়ুন: AI-তে খরচ বাড়াচ্ছে Accenture! এই খাতেই থাকবেন ৮০,০০০ কর্মী
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup