শীঘ্রই কমতে পারে কয়েকটি ওষুধ, কৃষি সংক্রান্ত দ্রব্যের দাম। সেইসঙ্গে সিনেমা হলে খাবারের দামও কমতে পারে। কারণ আগামী সপ্তাহে জিএসটি পরিষদের যে বৈঠক হতে চলেছে, তাতে একাধিক ক্ষেত্রে জিএসটি কমানোর বা করছাড় দেওয়া হতে পারে বলে সূত্র উদ্ধৃত করে 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-র প্রতিবেদনে জানানো হয়েছে। সেইসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, যে যে ক্ষেত্রে নিয়ম এবং আইন পরিবর্তনের প্রয়োজন আছে, তাও জিএসটি পরিষদের বৈঠকে পর্যালোচনা করে দেখা হতে পারে। নয়া বৈদেশিক বাণিজ্য নীতির বিষয়েও আলোচনা হতে পারে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন: Veg and Non Veg Thali Price: ভেজ ও নন-ভেজ থালির দাম ক্রমশ বাড়ছে, সমীক্ষা রিপোর্টে চমকে দেওয়া তথ্য
'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, এক আধিকারিক জানিয়েছেন যে আগামী সপ্তাহে জিএসটি পরিষদের বৈঠকের আগে একগুচ্ছ সুপারিশ করেছে 'ফিটমেন্ট কমিটি'। যে কমিটি করের হার পরিবর্তনের বিষয়ে সুপারিশ করে থাকে। সেই কমিটি রেডিমেড স্ন্যাকে জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। আবার ব্যক্তিগত কারণে (বাণিজ্যিক কারণ নয়) যখন বিদেশ থেকে ক্যানসারের ওষুধ (ডাইনুটাক্সিম্যাবের মতো ক্যানসারের ওষুধ) আনা হবে, ১২ শতাংশ ইন্টিগ্রেটেড জিএসটি ছাড় দেওয়ার সুপারিশও করেছে ওই কমিটি। সেইসঙ্গে বিদেশ থেকে নিয়ে আসা বিশেষ রোগের ওষুধের ক্ষেত্রেও একইরকম ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে ওই আধিকারিক জানিয়েছেন যে বেসরকারি সংস্থাগুলির কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ পরিষেবায় জিএসটি ছাড় প্রদানের বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে। কয়েকটি ক্ষেত্রে সিনেমা হলে খাবারের উপর থেকে জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। যে বিষয়ে আগামী সপ্তাহে জিএসটি পরিষদের বৈঠকে আলোচনা করা হবে।
সেইসঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়ে জিএসটি পরিষদে আলোচনা করে হতে পারে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি জানিয়েছেন, করের বোঝা, সমবায় সমিতির কাছে কৃষকদের বিক্রি করা রেশন, গাড়ি, পান মশালা, তামাকজাতীয় দ্রব্যের মতো বিষয়ের ক্ষেত্রে যে অস্পষ্টতা আছে, তাও জিএসটি পরিষদের বৈঠকে দূর করার চেষ্টা করা হবে। কৃষকদের থেকে সমবায় সমিতিগুলি যে রেশন পাচ্ছে, তা নিয়েও আলোচনা করা হতে পারে।