বাংলা নিউজ > ঘরে বাইরে > Divya Pahuja murder Update: ১১ দিন পর খাল থেকে উদ্ধার হয় দেহ, হোটেল ঘরে কী ঘটেছিল মডেল দিব্যার সঙ্গে? সামনে এল রিপোর্ট

Divya Pahuja murder Update: ১১ দিন পর খাল থেকে উদ্ধার হয় দেহ, হোটেল ঘরে কী ঘটেছিল মডেল দিব্যার সঙ্গে? সামনে এল রিপোর্ট

দিব্যা পাহুজা হত্যাকাণ্ডের তদন্ত চলছে

দীর্ঘ ৭ বছর ধরে জেলবন্দি ছিল দিব্যা। গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট দিব্যাকে জামিন দেয়। দিব্যার পরিবারের অভিযোগ, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বোন সুদেশ কাতারিয়া ও তাঁর ভাই ব্রহ্ম প্রকাশই দিব্যাকে খুনের ছক কষেছিল। 

সম্প্রতি ২৭ বছরের মডেলকে খুন করার ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে গোটা দেশ। মৃত্যুর ১১ দিন পর এক খাল থেকে উদ্ধার হয়েছে দিব্যা পাহুজা নামক সেই মডেলের মৃতদেহ। এরপর সেটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আর তাতেই উঠে এসেছে বেশ কিছু তথ্য। রিপোর্ট অনুযায়ী, দিব্যাকে তাঁর মাথায় গুলি করে খুন করা হয়েছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই গুলি করা হয়েছিল। অর্থাৎ, খুবই কাছ থেকে বা মাথায় একদম বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়ে থাকতে পারে দিব্যাকে। হরিয়ানার হিসরে অগ্রোহা মেডিক্যাল কলেজ হাসপাতালে দিব্যার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। চার জন চিকিৎসক ময়নাতদন্ত করেন। তার পর দিব্যার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। (আরও পড়ুন: উড়ানে ঘণ্টার পর ঘণ্টা দেরি, রেগে পাইলটকে ঘুষি মারলেন বিমানযাত্রী, ভাইরাল ভিডিয়ো)

আরও পড়ুন: 'সেনা প্রধানই তো বললেন...', লাদাখে চিনা দখলদারি নিয়ে মোদী সরকারকে তোপ কংগ্রেসের

উল্লেখ্য, গত ২ জানুয়ারি গুরুগ্রামের একটি হোটেলে খুন হন দিব্যা। মডেল খুনের দায়ে অভিযুক্ত হোটেল মালিক অভিজিৎ সিং। রিপোর্ট অনুযায়ী, গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে খুন করা হয় ওই মডেলকে। ঘটনায় অভিযোগ, খুনের পর দিব্যার দেহ পাচারের জন্য এক সহযোগীকে ১০ লক্ষ টাকা দেন ওই হোটেল মালিক। এই দিব্যা নাকি মধুচক্রে ফাঁসিয়ে নিজের গ্যাংস্টার বয়ফ্রেন্ডের ভুয়ো এনকাউন্টার করিয়েছিল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিল দিব্যা। খুনের সময় জামিনে মুক্ত ছিল দিব্যা। রিপোর্ট অনুযায়ী, সন্দীপ গাদোলি নামক এক গ্যাংস্টারের ভুয়ো এনকাউন্টার মামলায় বিগত ৭ বছর ধরে জেলে ছিল দিব্যা। প্রসঙ্গত, ২০১৬ সালে গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়ো এনকাউন্টার মামলায় অন্যতম অভিযুক্ত ছিল দিব্যা পাহুজা। পুলিশকে গ্যাংস্টারের খোঁজ দিব্যাই দিয়েছিল বলে দাবি।

আরও পড়ুন: ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, এরই মাঝে বরফের খরা কাশ্মীর-হিমাচলে! মিলছে কোন ইঙ্গিত?

দীর্ঘ ৭ বছর ধরে জেলবন্দি ছিল দিব্যা। গত বছরের জুন মাসে বম্বে হাইকোর্ট দিব্যাকে জামিন দেয়। দিব্যার পরিবারের অভিযোগ, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বোন সুদেশ কাতারিয়া ও তাঁর ভাই ব্রহ্ম প্রকাশই দিব্যাকে খুনের ছক কষেছিল। অভিজিৎকে খুনের সুপারি দেওয়া হয়েছিল। জানা যায়, ২ জানুয়ারি ভোর ৪টে নাগাদ হোটেল মালিক অভিজিৎ, দিব্যা ও আরও এক ব্যক্তি হোটেল আসেন। ১১১ নম্বর রুমে যান তারা। পরে রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দেখা যায়, অভিজিৎ ও দুই যুবক দিব্যার দেহ চাদরে মুড়িয়ে টেনে-হিঁচড়ে বের করে আনছে। হোটেলের বাইরেই দাঁড়ানো বিএমডব্লুতে দিব্যার দেহ তোলা হয়। পুলিশ ওই সিসিটিভি ফুটেজ ধরেই পঞ্জাব সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। দিব্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিজিৎ ও অপর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ধৃত অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, অভিজিৎ সিং নাকি জেরায় পুলিশকে জানিয়েছে, সে হোটেল সিটি পয়েন্টের মালিক। হোটেলটা সে লিজে নিয়েছে। পুলিশ জানিয়েছে, দিব্যা পাহুজার কাছে অভিজিৎ সিংয়ের কিছু অশ্লীল ছবি ছিল, যেগুলি দিয়ে তিনি অভিজিৎকে ব্ল্যাকমেল করত। এই কারণেই নাকি অভিজিৎ তাকে হত্যার ষড়যন্ত্র করে হোটেলে নিয়ে গিয়েছিল।

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.