বোরখা পরা এক ছাত্রীর দিকে এগিয়ে আসছেন একদল যুবক। দিচ্ছেন ‘জয় শ্রীরাম’ স্লোগান। তাতে পিছু না হটে পালটা এগিয়ে আসেন ওই ছাত্রী। দিতে থাকেন ‘আল্লাহু আকবর’ স্লোগান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এমনই একটি ঘটনার ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)।
ওই ভিডিয়োটি কর্নাটকের মাণ্ড্যের প্রি-ইউনিভার্সিটি কলেজের বলে দাবি করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই ছাত্রী নিজের স্কুটার পার্কিংয়ে রাখছেন। সেই সময় তাঁর দিকে এগিয়ে আসতে থাকেন একদল যুবক। যাঁরা গেরুয়া স্কার্ফ পরেছিলেন। সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। তাতে পিছু হটে যাননি ওই ছাত্রী। বরং হেঁটে নিজের গন্তব্যের দিকে যেতে থাকেন। তাতে থামেননি গেরুয়া স্কার্ফ পরে থাকা ওই যুবকরা। সেই পরিস্থিতিতে যুবকদের উদ্দেশ্য পালটা আল্লাহু আকবর ধ্বনি দিতে থাকেন ওই ছাত্রী। সেই ঘটনার ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এগিয়ে আসেন কলেজের আধিকারিকরা। ওই যুবকদের আটকানোর চেষ্টা করেন তাঁরা। ওই ছাত্রীকে সুরক্ষিতভাবে কলেজের মধ্যে ঢুকিয়ে দেন। তারইমধ্যে ওই ছাত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আমি যদি বোরখা পরি, তাহলে সমস্যাটা কোথায়?'
উল্লেখ্য, ডিসেম্বরে হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে একাধিক কলেজে সেরকম নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজে। গেরুয়া স্কার্ফ ও পাগড়ি পরে কলেজের বাইরে জড়ো হন একদল পড়ুয়া। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন তাঁরা। পালটা ‘ন্যায় বিচার’-এর স্লোগান দেন হিজাব পরিহিত ছাত্রীরা। হিজাব পরা ছাত্রীদের দাবি, অধ্যক্ষ ক্লাসে ঢুকতে দেননি। সেই পরিস্থিতিতে আগামী তিনদিন সমস্ত হাইস্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।