আবার বিতর্কে সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। এর আগে রামচরিতমানস নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। এবার সেই নেতা হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করে নয়া বিতর্কের জন্ম দিলেন। এবার তিনি হিন্দু ধর্মকে ভাঁওতাবাজি বা ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছেন।
তিনি টুইটারে( বর্তমানে এক্স) একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর মতে, ব্রাহ্মণ্যধর্মের শিকড় বেশ গভীরে। তবে হিন্দু বলে কোনও ধর্ম নেই। হিন্দুধর্মের পুরোটাই ভাঁওতা। আসলে দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের ফাঁদে ফেলার জন্য একটা ষড়যন্ত্র। ব্রাহ্মণ্য ধর্মকে হিন্দু ধর্ম বলে উল্লেখ করা হচ্ছে। যদি হিন্দু ধর্ম বলে কিছু থাকত তবে আদিবাসীদের সম্মান করা হত, দলিতদের সম্মান করা হত, পিছিয়ে পড়া মানুষদের সম্মান করা হত। কিন্তু কী একটা রসিকতা করা হল…
এদিকে তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক একেবারে চরমে উঠেছে। অনেকের মতে তিনি এসব বলে আসলে ঘৃণা ছড়াতে চাইছেন। তবে তাঁকে আবার সমর্থনও করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, তিনি ভুল কিছু বলেননি। তিনি ১০০ শতাংশ ঠিক। হিন্দু ধর্ম কিছুই নয় আসলে এটা ব্রাহ্মণ্যধর্মই। অপর একজন লিখেছেন একেবারে ঠিক কথা বলেছেন তিনি।
তাঁর সাফ কথা, হিন্দু ধর্ম বলে কিছু নেই। ব্রাহ্মণ্যবাদ নিয়েও মুখ খুলেছেন তিনি। সেই সঙ্গেই বিতর্কও একলাফে বাড়িয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য।
এর আগে তিনি রামচরিত মানস নিয়ে বলেছিলেন যে তার কিছু অংশ সমাজের বড় অংশকে অপমান করছে। জাতপাতের বিভাজন তৈরি করছে। এটা নিষিদ্ধ হওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেছিলেন।