চলতি বছরের জানুয়ারি মাসেই তোশাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাবাসের সাজা দিয়েছিল পাক কোর্ট। এরপর এপ্রিলের প্রথম দিনেই এই মামলায় স্বস্তি ফিরল ইমরানের। তোশাখানা মামলায় ইমরান ও তাঁর স্ত্রীর ১৪ বছরের জেলের সাজা স্থগিত করেছে কোর্ট।
তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল, সরকারি কোষাগারে থাকা রাষ্ট্রীয় বহুমূল্য উপহার তিনি নিয়ে রেখেছিলেন। এই অভিযোগে অভিযুক্ত ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। সেই অভিযোগের মামলাতেই আগে পাক কোর্ট তাঁদের ১৪ বছরের সাজা দিয়েছিল। প্রসঙ্গত, পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগে, ৩১ জানুয়ারি এই মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে সাজা শোনায় কোর্ট। এরপর ফেব্রুয়ারি মাসে ভোট হয় পাকিস্তানে। তারপরই এপ্রিলে পাকিস্তানের হাইকোর্ট থেকে আসা এই নির্দেশ। ইসলামাবাদ হাইকোর্ট সোমবার এই বড় রায় দিয়েছে। কোর্টের বিচারপতি আমির ফারুক জানিয়েছেন, এই মামলায় ইমরানদের সাজা কী হবে, তা ইদের পরই জানানো হবে। তোশাখানা মামলায় ৭১ বছর বয়সী ক্রিকেটার তথা রাজনৈতিক হেভিওয়েট ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন, পাকিস্তান যে সমস্ত রাষ্ট্রীয় উপহার পেয়েছে , তা নিয়ে নিয়েছিলেন তিনি। এই তোশাখানা মামলার অভিযোগ ঘিরে ভোটের আগে ইমরানের পার্টি পিটিআইয়ের বিরুদ্ধে সরব হয় পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ, পিপিপি সহ ইমরান বিরোধী দলগুলি। এই ইস্যু ঘিরে পাকিস্তানের ভোটে ঝড় ওঠে। এই পরিস্থিতিতে ৩১ জানুয়ারি ইমরান খানকে তোশাখানা মামলায় ১৪ বছরের কারাবাসের সাজা শোনানো হয়। সেই সাজায় স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
(ED on Kejriwal: জেরার মুখে অতশীর নাম নিয়েছেন কেজরিওয়াল, করছেন না সহযোগিতা-কোর্টকে জানাল ইডি )
উল্লেখ্য, সদ্য পাকিস্তানে এসেছে শাহবাজ শরিফের সরকার। সেখানে ইমরান বিরোধী পিপিপিও শাসকপক্ষে রয়েছে। এই অবস্থায় পাকিস্তানে হাইভোল্টেজ সাধারণ নির্বাচন মিটে যেতেই তোশাখানা মামলায় ইমরান শিবিরে স্বস্তি। পাকিস্তানের দুর্নীতি রোধকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর তদন্তে জানা গেছে, ৭১ বছর বয়সী প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী বিদেশিদের থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার বাজারদরের চেয়ে কম মূল্যে কিনেছেন। উল্লেখ্য, এই তোশাখানা বলতে, বিদেশিদের থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার সংরক্ষণের জায়গা। নিয়ম অনুসারে এগুলি দেশের উপহার এবং এই সামগ্রীগুলি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট করার কথা।