বাংলা নিউজ > ঘরে বাইরে > Imran Khan: পাক সেনা প্রধানের সঙ্গে কোনও গোপন বৈঠক করেননি ইমরান, পাল্টা দাবি পিটিআইয়ের

Imran Khan: পাক সেনা প্রধানের সঙ্গে কোনও গোপন বৈঠক করেননি ইমরান, পাল্টা দাবি পিটিআইয়ের

ইমরান খান। ফাইল ছবি (REUTERS) (REUTERS)

দলের নেতা আসাদ উমর, শাহ মাহমুদ কুরেশি, ফাওয়াদ চৌধুরী এবং শিরিন মাজারি পাল্টা সাংবাদিক সম্মেলন করে বলেন, সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক করেননি। তাছাড়া, পাক সেনাকে অসাংবিধানিক কাজ করতেও বলেননি। উমর বলেন, ‘পাক সেনার সঙ্গে যে আলোচনা করা সেটা গোপন ছিল না।’

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইমরান খানের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুম। তিনি ইমরানের বিরুদ্ধে পাক সেনাকে অপমান করা এবং অসাংবিধানিকভাবে ব্যবহার চেষ্টার অভিযোগ এনেছিলেন। এছাড়া, তাঁর অভিযোগ ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য পাক সেনা প্রধানের সঙ্গে ইমরান গোপন বৈঠক করেছিলেন। সেই অভিযোগ অস্বীকার করল পিটিআই।

ইমরানের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, থানায় পিএমএল-এন নেতা মহসিন শাহনওয়াজ

দলের নেতা আসাদ উমর, শাহ মাহমুদ কুরেশি, ফাওয়াদ চৌধুরী এবং শিরিন মাজারি পাল্টা সাংবাদিক সম্মেলন করে বলেন, সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক করেননি। তাছাড়া, পাক সেনাকে অসাংবিধানিক কাজ করতেও বলেননি। উমর বলেন, ‘পাক সেনার সঙ্গে যে আলোচনা করা সেটা গোপন ছিল না। কারণ সেই সময় সম্মেলনের আয়োজন করা হয়েছিল।’ উল্লেখ্য, নাদিম দাবি করেছিলেন, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে ইমরান খান গোপন বৈঠক করে অসাংবিধানিক কাজ করার জন্য গত মার্চ মাসে একটি লাভজনক অফার দিয়েছিলেন।

অভিযোগ, তিনি ক্ষমতায় টিকে থাকার জন্যই পাক সেনা প্রধানকে এই অফার দিয়েছিলেন। কিন্তু, সেনা প্রধান সেই অফার প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি অসাংবিধানিক কোনও কাজ করতে চাননি। তিনি আরও বলেছিলেন, সেনা প্রধানের সঙ্গে গোপনে বৈঠক করে ইমরান অসাংবিধানিক ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু, সমর্থন না করার জন্য উনি সেনা প্রধানের সমালোচনা করেন। এটা ইমরানের কথা এবং কাজের মধ্যে একটি বড় দ্বন্দ্ব। ইমরানকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছিলেন আইএসআই প্রধান।

বন্ধ করুন