বুন্দেলখণ্ড অঞ্চলে ভারতের প্রথম নদী সংযোগ প্রকল্প কেন–বেতোয়া বড় বাধার মুখে পড়েছে। কারণ মধ্যপ্রদেশের ছত্তরপুরে পান্না টাইগার রিজার্ভে দাউধন বাঁধ এবং দুটি টানেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে কেউ টেন্ডার বা দরপত্রে সাড়া দেয়নি। সুতরাং এই নদী সংযোগ প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। এই বিষয়টিকে প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত করা হয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা এই কথা জানিয়েছেন। জাতীয় জল উন্নয়ন কর্তৃপক্ষ ২০২৩ সালের অগস্ট মাসে দাউধন বাঁধ এবং দুটি টানেল নির্মাণের জন্য একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। অক্টোবর মাস ছিল সময়সীমা। তবে কোনও সংস্থা দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়নি।
এদিকে এই বিষয়ে এক অফিসারের মতে, জাতীয় জল উন্নয়ন কর্তৃপক্ষ দরপত্র জমা দেওয়ার সময়সীমা পরে বাড়িয়েছিল। সেটাও শেষ হয় ১৮ জানুয়ারি, ২০২৪। তবে কিছু সংস্থা নানা তথ্য জানার অনুমতি চায়। কিন্তু ব্যয় এবং প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন পাঠিয়েও কোনও দরপত্র জমা দেওয়ার প্রতি আগ্রহ দেখায়নি। জাতীয় জল উন্নয়ন কর্তৃপক্ষ এখন তৃতীয়বারের জন্য শেষ তারিখ বাড়িয়েছে ৫ মার্চ পর্যন্ত। বিষয়টির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোম্পানিগুলি দরপত্রে সাড়া না দিলে এই প্রকল্পের ব্যয় বাড়বে। এমনই মনে করা হচ্ছে।
অন্যদিকে প্রায় ৫,০০০ কোটি টাকা থেকে ৬০০০ কোটি টাকার প্রকল্পের জন্য সংস্থাগুলির মধ্য থেকে কোনও সাড়া না পেয়ে এবং দ্বিধা নিয়ে জাতীয় জল উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিকরা ২ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে এই প্রকল্পটি নিয়ে সংস্থাগুলিকে তাদের সমস্যা এবং বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন–বেতোয়া নদী সংযোগ প্রকল্পে কর্মরত এক উচ্চপদস্থ অফিসার বলেন, ‘আমরা এই সম্পর্কিত প্রশ্ন এবং সমস্যাগুলি সমাধানের জন্য সমান সুযোগ দিতে চাই। যাতে কমপক্ষে তিনটি সংস্থা প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারে।’
আরও পড়ুন: Bengali Budget 2024: ‘অন্তঃসারশূণ্য বাজেট’, কেন্দ্রীয় সরকারের চরম সমালোচনা করলেন কুণাল ঘোষ
এছাড়া প্রকল্পের বাঁধ নির্মাণ নিয়েও পরিবেশগত ছাড়পত্রের প্রশ্ন উঠেছিল। পরিবেশ মন্ত্রক বাঁধ প্রকল্পে পরিবেশগত ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য নতুন করে পরিবেশগত মূল্যায়ন করতে বলেছে এবং রাজ্য সরকার ও সংস্থাকে জরিমানাও করতে বলেছে। এই প্রকল্পের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রশাস্ত কুমার দীক্ষিত বলেন, ‘প্রকল্পটি নিয়ে সংস্থাগুলির নিজস্ব উদ্বেগ রয়েছে এবং তাই তারা দরপত্র দাখিল করতে যায়নি। আমরা তা সমাধানের চেষ্টা করছি।’ নামপ্রকাশে অনিচ্ছুক এক অফিসার বলেন, ‘পান্না টাইগার রিজার্ভের কোর এলাকায় অবস্থিত। তাই সেখানে বাঁধ তৈরি হতে চলেছে বলে পরিবেশগত ছাড়পত্র নিয়ে সংস্থাগুলি উদ্বিগ্ন।’ এই বাঁধটি ২,০৩১ মিটার দীর্ঘ, যার মধ্যে বাঁধের ১,২৩৩ মিটার দৈর্ঘ্য মাটির এবং বাঁধের অবশিষ্ট ৭৯৮ মিটার দৈর্ঘ্য কংক্রিটের হবে।
আর এই আউটলেটে ১৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার হাউজ–২ প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের পরে, মধ্যপ্রদেশের কেন–কমান্ডের মোট ২.৪১ লক্ষ হেক্টরের মধ্যে ১.৭৩ লক্ষ হেক্টরে সেচের জল সরবরাহের জন্য একটি খালের মাধ্যমে জল নেওয়া হবে। প্রকল্পটি দুটি পর্যায়ে শেষ হবে। প্রথম পর্যায়ে দৌধন বাঁধ কমপ্লেক্স এবং দ্বিতীয় পর্যায়ে লোয়ার অর বাঁধ, বিনা কমপ্লেক্স প্রকল্প এবং কোঠা বাঁধ নির্মাণ করা হবে। মধ্যপ্রদেশের ৯টি জেলা (পান্না, টিকমগড়, ছত্তরপুর, সাগর, দামোহ, দাতিয়া, বিদিশা, শিবপুরী, রাইসেন) এবং উত্তরপ্রদেশের চারটি জেলা (বান্দা, মাহোবা, ঝাঁসি এবং ললিতপুর) এই প্রকল্পের আওতায় আসবে। এটি ৩৪ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে এবং প্রত্যেক বছর ৬.৩ লক্ষ হেক্টর জমিতে সেচ দেবে। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ৪৪,৬০৫ কোটি টাকা।