IIT বম্বেকে ৩১৫ কোটি টাকা দান করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। এক অফিসিয়াল রিলিজে এমনটাই জানানো হয়েছে। IIT বম্বের প্রাক্তনী তিনি। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাঁর ভালবাসা থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেছেন এই প্রযুক্তি ধনকুবের। আরও পড়ুন: Infosys-এর প্রতিষ্ঠাতা নন, এমন কেউ হবেন পরের চেয়ারম্যান, জানালেন নন্দন নিলেকানি
এর আগেও যদিও IIT বম্বেকে ৮৫ কোটি টাকা দান করেছিলেন নন্দন নিলেকানি। এবার আরও ৩১৫ কোটি টাকা দান করেছেন। অর্থাত্, সব মিলিয়ে নিজের প্রতিষ্ঠানকে ৪০০ কোটি টাকার অনুদান দিলেন তিনি।
নন্দন নিলেকানি জানিয়েছেন, 'আইআইটি-বম্বে আমার জীবনের একটি ভিত্তিপ্রস্তর স্বরূপ। আমার গঠনমূলক বছরগুলিকে গড়ে দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আমার যাত্রার ভিত্তি স্থাপন করেছে। এই দান শুধু একটি আর্থিক অবদান নয়। বরং তার চেয়েও বেশি। এটি আমার সেই জায়গার প্রতি শ্রদ্ধা, যেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। সেই সঙ্গে সেই ছাত্রদের প্রতি আমার অবদান, যাঁরা আগামীকাল আমাদের পৃথিবীকে গড়ে তুলবে।'
এদিন আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরুতে নন্দন নিলেকানি এবং প্রফেসর শুভাশিস চৌধুরী, আইআইটি বোম্বে-এর পরিচালক সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই অনুদানের মাধ্যমে IIT বম্বেতে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তুলতে, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলিতে গবেষণা বাড়াতে এবং আইআইটি বম্বেতে প্রযুক্তিগত স্টার্টআপ ইকোসিস্টেমে জোয়ার আনতে বিনিয়োগ করা হবে।
আইআইটি বম্বের ডিরেক্টর শুভাশিস চৌধুরী বলেন, এই অনুদানের মাধ্যমে আইআইটি বম্বের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। 'আইআইটি বম্বে গবেষণা এবং অ্যাকাডেমিক উৎকর্ষ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি ভারতকে বৈজ্ঞানিক আবিষ্কার এবং মানবজাতির বিভিন্ন চ্যালেঞ্জের সমাধানের এগিয়ে যেতে সহায়তা করবে। নন্দন নিলেকানির এই অবদানে ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা ও উন্নয়নে অনুদান প্রদানের প্রবণতা বৃদ্ধি পাবে,' বলেন তিনি।
নন্দন নিলেকানি ২০০৯-২০১৪ সাল পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি অবশ্য সমাজসেবার দিকেই বেশি আগ্রহী। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের সাক্ষরতায় প্রযুক্তির প্রয়োগ নিয়ে কাজ করছেন তিনি। আরও পড়ুন: বাড়ি বসে ফোন থেকেই দেবেন আঙুলের ছাপ! IIT বম্বের সঙ্গে কাজ করছে UIDAI
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup